Home Bengal দুর্যোগে নিহতদের পরিবারের পাশে সরকার, বার্তা মমতার

দুর্যোগে নিহতদের পরিবারের পাশে সরকার, বার্তা মমতার

নির্বাচনী বিধি চালু থাকায় সরাসরি কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেননি।

by Pallabi Sanyal
31 views

মহানগর ডেস্ক : তীব্র তাপপ্রবাহ। একদিকে যখন গরম থেকে মুক্তি দিতে অবশেষে সোমবার ঝড়-বৃষ্টির আগমন ঘটল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে, অন্যদিকে তখন, বজ্রাঘাতে প্রাণ হারালেন ১২ জন। আর নিহতদের পরিবারের পাশে যে রাজ্য সরকার রয়েছে তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্য়োপাধ্য়ায় এক্সে লেখেন, ”অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত রাতে বজ্রপাতের কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। নদিয়ায় প্রাচীর ধসে আরও ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ ধসে আরও ১ জন মারা গিয়েছেন। আমাদের জেলা প্রশাসন সর্বত্র দুর্যোগ মোকাবিলায় চব্বিশ ঘন্টা কাজ করে চলেছে এবং নির্দেশিকা অনুসারে ত্রাণ ও সাহায্য প্রদানের জন্য পদক্ষেপ নিচ্ছে। বাংলার ১২ জন নাগরিকের শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”

 

বজ্রপাতের জন্য রাজ্যে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নদিয়ায় প্রাচীর ধসে আরও ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ ধসে আরও ১ জন মারা গিয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গতকালের ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে মোট নয়জনের। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলায় ৫ জন, পশ্চিম মেদিনীপুর ২ জন এবং পুরুলিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের প্রশাসনের তরফে যাতে সাহায্য করা যায় সে ব্যাপারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, নির্বাচনী বিধি চালু থাকায় সরাসরি তিনি কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেননি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved