Home Bengal কলকাতাকে টেক্কা হুগলির! কেমন হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট?

কলকাতাকে টেক্কা হুগলির! কেমন হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট?

কলকাতাকে টেক্কা দিয়ে জয়জয়াকার জেলাগুলির।

by Pallabi Sanyal
11 views

মহানগর ডেস্ক : মাধ্যমিকের পর ফল প্রকাশ হল উচ্চ মাধ্যমিকের। সাংবাদিক বৈঠক করে রেজাল্ট জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। দুপুর ৩টে থেকে ওয়েবসাইটে ফল দেখতে পারবে ছাত্র-ছাত্রীরা। রেজাল্ট দেখতে লগ ইন করতে হবে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথম দশে রয়েছেন ৫৮ জন পড়ুয়া। এর মধ্যে আবার শীর্ষ ১০-এ আছেন হুগলি জেলার ১৩ জন পরাক্ষার্থী, বাঁকুড়ার ৯ জন, দক্ষিণ ২৪ পরগনার ৭ জন এবং কলকাতার ৫ জন। কলকাতাকে টেক্কা দিয়ে জয়জয়াকার জেলাগুলির। ৪৯৬ মার্কস পেয়ে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়ামস হাইস্কুলের অভীক দাস। দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। তিনি পেয়েছেন ৪৯৫। তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত। প্রাপ্ত নম্বর ৪৯৪।

প্রসঙ্গত, এবছর ১ ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক। ২৯ ফেব্রুয়ারি শেষ হয়েছে পরীক্ষা।পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্ছমাধ্যমিক শিক্ষা সংসদ। ৭০ শতাংশের বেশি পেয়েছেন ২২ শতাংশ পরাক্ষার্থী। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭ শতাংশ। কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ। এবার পরীক্ষা দিয়েছিলেন ৭,৬৪,৪৪৮। পরীক্ষায় পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী। এবার পূর্ব মেদিনীপুরের পাশের হার সবচেয়ে বেশি। জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে কলকাতা ক্রমতালিকায় আছে পাঁচ নম্বরে

এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের তৎকাল রিভিউ ব্যবস্থা থাকবে। যে রিভিউ করলে ফল আসত প্রায় ৪৫ দিন পরে, এবার সেটাই ৭ দিনে হাতে পেতে পারেন পরীক্ষার্থীরা। এই মর্মে নয়া তৎকাল পরিষেবা চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved