Home Uncategorised Guideline Of Apple: মাথার কাছে স্মার্ট ফোন রেখে বিন্দাস হয়ে ঘুমোন, জানেন এতে কত বিপদ হতে পারে!

Guideline Of Apple: মাথার কাছে স্মার্ট ফোন রেখে বিন্দাস হয়ে ঘুমোন, জানেন এতে কত বিপদ হতে পারে!

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: মাথার কাছাকাছি মোবাইল ফোন রেখে ঘুমোনো নিয়ে মোবাইল ব্যবহারীর স্বাস্থ্য ও ভালো থাকার ওপর নানারকম নেতিবাচক অসংখ্য সমীক্ষা হয়েছে। এমন অভ্যেস যাদের আছে, তাঁদের প্রতি এবার আইফোন (Guideline Of Apple) নির্মাণকারী অ্যাপল সম্প্রতি পরিষ্কার ও সরাসরি হুঁশিয়ারি জারি করেছে। অনেকেই স্মার্ট ফোনে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন।

অ্যাপলের অনলাইন ইউজার গাইডে এ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। সংস্থাটি তার নির্দেশেকায় জানিয়েছে একেবারে খোলামেলা জায়গায়, হাওয়া বাতাস খেলে এবং টেবিলের মতো সমতল জায়গায় চার্জ দেওয়াই নিরাপদ। নরম জায়গা, যেমন কম্বল,বালিশ বা শরীরের ওপর রেখে সেখানে কোনওভাবেই চার্জ দেওয়া সমীচিন নয়।

এই নির্দেশিকা মোতাবেক আইফোন চার্জ দেওয়ার সময় উত্তাপ সৃষ্টি করে। বদ্ধ জায়গায় সহজে উত্তাপ বেরোয় না। এতে আগুন লেগে থাকার যথেষ্ট আশঙ্কা থেকে যায়। এরফলে আগুনও ধরে যেতে পারে। ফলে বালিশের নীচে ফোন চার্জ দেওয়া একটি ঝুঁকিপূর্ণ ঘটনা বলেই গণ্য হয়ে থাকে। স্মার্টফোন ইউজাররা এ ধরণের কাজ বরাবরই করে থাকে।

অ্যাপল জানিয়েছে কোনও যন্ত্র, পাওয়ার অ্যাডাপ্টর, ওয়ারলেস চার্জারে মাথা দিয়ে ঘুমোনো উচিত নয়। কোনও বিদ্যুতের সংযোগের সঙ্গে যুক্ত অবস্থায় কম্বল, বালিশ বা শরীরের নীচে রেখে ঘুমোবেন না। আপনার আইফোন, পাওয়ার অ্যাডাপ্টর, কোনও ওয়ারলেস চার্জারকে চারদিক খোলা, হাওয়া বাতাস খেলে এমন জায়গায় রাখুন। আপনার শরীরের এমন অবস্থা থাকে যা আপনার শরীরের উত্তাপ চিহ্নিত করার ক্ষমতা রয়েছে, সেক্ষেত্রে বিশেষ যত্ন বা সতর্কতা নিতে হবে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved