Home National Mosquito Bite: ধূপ বা ধোঁয়া নয়, নিমেষে মশা তাড়িয়ে দেবে এই গন্ধ!

Mosquito Bite: ধূপ বা ধোঁয়া নয়, নিমেষে মশা তাড়িয়ে দেবে এই গন্ধ!

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক :মশার কামড় খাননি এমন মানুষ নেই বললেই চলে। বছরের একটা সময় কানের সামনে পিনপিন করে উড়ে যাওয়া ছোট্ট প্রাণীটির কামড় যে রাতের ঘুম উড়িয়ে দিতে পারে, সেরকম অভিজ্ঞতা সবারই কমবেশি হয়েছে।

তাই মশার উৎপাত হলে বাড়িতে মশারি, মশার ধূপ থেকে আগরবাতি এবং অবশ্যই মশা নিধনকারী নানা কিছু ব্যবহার করে থাকেন অনেকেই। যেমন মশকুইটো রিপিলেন্ট, গুডনাইট, অল আউট। কিন্তু তাতেও কি মশার উৎপাত কমে? (Mosquito Bite) কমে না।

কোনও কোনও সময় পরীক্ষামূলকভাবে মশা তাড়ানোর পদ্ধতি কাজে দিলেও মশা নিধনে ধোঁয়া আমরা নিয়ে থাকি, কিন্তু তাতে বিপজ্জনক পথ নিতে বাধ্য হই। ডেঙ্গি,ম্যালেরিয়ার মতো অসুখ আমাদের ব্যতিব্যস্ত করে থাকে। ক্ষেত্র বিশেষে প্রাণও নিয়ে থাকে।

তবে এইসবের মধ্যে একটি সমীক্ষা নতুন কিছুর দিশা দেখিয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে মশা মারার ধূপ নয়, বা কোনও মশা নিধনকারী ওযুধ বা কোনওকিছু নয়। সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে এসবের বদলে নারকেল তেলের গন্ধ মশাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে সক্ষম।

সমীক্ষায় আমেরিকায় জনপ্রিয় চারটি ব্র্যান্ডের সাবান ব্যবহার করা হয়েছিল। সমীক্ষকরা জানিয়েছেন তাঁরা বিশ্লেষণ করে দেখেছেন মানুষের ত্বকে বিভিন্ন গন্ধের সাবান ব্যবহার করার পর দেখা গিয়েছে ওই সাবানগুলির মধ্যে নারকেল তেলের গন্ধ রয়েছে, তেমন গন্ধে পীতজ্বরের বাহক অ্যাডিস ইজিপ্টাই মশা দূরে থাকে। গবেষণায় দেখা গিয়েছে যেসব সাবানে ফুল ও ফলের গন্ধ রয়েছে,সেইসব সাবানের গন্ধ মশাকে আকর্ষিত করে থাকে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved