Home National রয়েছে শাসক বিরোধীর একাধিক হেভিওয়েট প্রার্থী, এক নজরে দ্বিতীয় দফার ভোটের তালিকা

রয়েছে শাসক বিরোধীর একাধিক হেভিওয়েট প্রার্থী, এক নজরে দ্বিতীয় দফার ভোটের তালিকা

by Shreya Maji
28 views

মহানগর ডেস্ক: রাত পোহালেই শুরু হবে দেশে দ্বিতীয় দফার নির্বাচন। ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি শেষ।  ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে  ৮৯টি নির্বাচনী এলাকায় হবে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। শুক্রবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়।  দ্বিতীয় ধাপে  বিজেপি এবং বিরোধী  জোট ইন্ডিয়া ব্লকের মধ্যে কঠিন লড়াই দেখা যাবে।  জেনে নিন কোথায় কোথায় হবে ভোট…

দ্বিতীয় পর্বে  ভোটে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। তাঁরা হলেন, ওয়ানাড থেকে রাহুল গান্ধী, কংগ্রেসের শশী থারুর এবং তিরুবনন্তপুরম থেকে বিজেপির রাজীব চন্দ্রশেখর, মথুরার হেমা মালিনী, রাজনান্দগাঁও থেকে ভূপেশ বাঘেল, ব্যাঙ্গালোর গ্রামীণ থেকে ডি কে সুরেশ এবং বেঙ্গালুরু দক্ষিণ থেকে তেজস্বী সূর্য, পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা।

দ্বিতীয় দফায় ভোট হবে… 

অসম:   করিমগঞ্জ, শিলচর, মঙ্গলদই, নওগং, কালিয়াবোর

বিহার:  কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপু

ছত্তিশগড়:  রাজনন্দগাঁও, মহাসমুন্দ, কাঙ্কের

জম্মু ও কাশ্মীর:  জম্মু

কর্ণাটক:  উদুপি চিকামাগালুর, হাসান, দক্ষিণ কন্নড়, চিত্রদুর্গা, তুমকুর, মান্ডা, মহীশূর, চামরাজানগর, ব্যাঙ্গালোর গ্রামীণ, ব্যাঙ্গালোর উত্তর, ব্যাঙ্গালোর সেন্ট্রাল, ব্যাঙ্গালোর দক্ষিণ, চিকবল্লাপুর, কোলার

কেরল:  কাসারাগোড, কান্নুর, ভাটাকারা, ওয়েনাড, কোঝিকোড়, মালাপ্পুরম, পোন্নানি, পালাক্কাদ, আলাথুর, ত্রিশুর, চালাকুডি, এর্নাকুলাম, ইদুক্কি, কোট্টায়াম, আলাপ্পুঝা, মাভেলিক্কারা, পাথানামথিত্তা, কোল্লাম, আত্তিঙ্গাল, থিরুভান্তপুর।

মণিপুর:  বাইরের মণিপুর

মধ্যপ্রদেশ : টিকামগড়, দামোহ, খাজুরাহো, সাতনা, রেওয়া, হোশাঙ্গাবাদ, বেতুল

মহারাষ্ট্র:  বুলধানা, আকোলা, অমরাবতী, ওয়ার্ধা, ইয়াবত্মাল ওয়াশিম, হিঙ্গোলি, নান্দেদ, পারভানি

রাজস্থান:  টঙ্ক-সাওয়াই মাধোপুর, আজমির, পালি, যোধপুর, বারমের, জালোর, উদয়পুর, বাঁশওয়ারা, চিতোরগড়, রাজসামন্দ, ভিলওয়ারা, কোটা, ঝালাওয়ার-বরান

ত্রিপুরা:  ত্রিপুরা পূর্ব

উত্তরপ্রদেশ : আমরোহা, মিরাট, বাগপত, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, মথুরা

পশ্চিমবঙ্গ:  দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট

লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট  ১৯ এপ্রিল ২১টি রাজ্যে ১০২টি আসনে অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যগুলির মধ্যে ছিল- অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। কেন্দ্রশাসিত অঞ্চল – আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরি। ভারতের নির্বাচন কমিশনের মতে, সমস্ত রাজ্যে গড়ে প্রায়  ৬০ থেকে ৬৫ শতাংশের বেশি ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved