Home National মুকুটে নয়া পালক! ত্রিপুরা পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

মুকুটে নয়া পালক! ত্রিপুরা পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

by Mahanagar Desk
11 views

মহানগর ডেস্ক: বাংলার জয় সর্বত্র। আর বাংলাকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে বাংলার একেক জন প্রভাবশালী ব্যক্তিদের জুড়ি মেলা ভার। সেই তালিকায় প্রথমেই আছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

গত মাসের শেষেই তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষিত হয়েছিলেন। যে জায়গায় এতদিন রাজ করতেন বলিউড বাদশা শাহরুখ খান। বাংলার পর এবার ত্রিপুরা-আগরতলারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মহারাজ। মুকুটে রীতিমতো নয়া পালক। সাংস্কৃতিক সংমিশ্রণ এবং নৈসর্গিক জাঁকজমকের একটি উৎসাহী উদযাপনে, ভারতীয় ক্রিকেটের হার্টথ্রব, সৌরভ “দাদা” গাঙ্গুলী, ত্রিপুরা পর্যটনের জন্য নবনির্বাচিত ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেন সোমবার ১১ ডিসেম্বর৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গঙ্গোপাধ্যায় সোমবার সকালেই জাতীয় এবং আন্তর্জাতিক উভয় প্ল্যাটফর্মে ত্রিপুরা পর্যটনকে প্রচার করতে ত্রিপুরা পৌঁছেছিলেন। দুদিনের প্রচারমূলক প্রচারণার জন্য, তিনি রাজ্যের দেওয়া বৈচিত্র্যময় এবং মনোরম আকর্ষণগুলি প্রদর্শন করবেন।

ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রবিবার বিকেলে আগরতলা শহরের গীতাঞ্জলি পর্যটন গেস্ট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তার ভ্রমণসূচীর মধ্যে গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যস্থল পরিদর্শন, প্রচারমূলক অনুষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতা ছিল রাতে। তিনি এদিন ত্রিপুরা পৌঁছন সন্ধ্যা ৬ টায়। এরপর তিনি আইকনিক উজ্জয়ন্ত প্রাসাদ পরিদর্শন করেন, এবং সন্ধ্যা ০৭:২০ এর মধ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি বিনিময় করতে প্রেস মিট করেন। পরে সন্ধ্যায়, গাঙ্গুলি সন্ধ্যা সাড়ে ৭টায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। এদিন একাধিক মঞ্চ অতিথির সান্নিধ্যে তাঁকে ত্রিপুরার পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বরণ করে নেওয়া হয়। এবং তাঁকে স্মারক দেওয়া হয়। ১২ ডিসেম্বর, গাঙ্গুলী সকাল ৬ টায় গোমতী জেলার চাবিমুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সকালটি চবিমুড়ায় শুটিংয়ের জন্য নিবেদিত, একটি মনোরম স্থান যা এর অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। শুটিংয়ের অস্থায়ী সময়সূচী সকাল ৮:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত। এর পরে, গাঙ্গুলি সকাল ১১:৪৫ নাগাদ আগরতলার উদ্দেশ্যে রওনা হবেন। এরপর দুপুরে আগরতলায় ফিরে আসার পর, গাঙ্গুলি উজ্জয়ন্ত প্রাসাদে শুটিং সহ আরও প্রচারমূলক কার্যকলাপে জড়িত থাকবেন।

এরপর রাত ৮ টা নাগাদ তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। সৌরভ গাঙ্গুলী এবং ত্রিপুরা পর্যটনের মধ্যে এই সহযোগিতা রাজ্যের পর্যটন অফারগুলির দৃশ্যমানতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে, দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যটকদের আকর্ষণ করবে। গাঙ্গুলির মতো একজন ক্রিকেট আইকনের সম্পৃক্ততা ত্রিপুরার পর্যটন প্রচারের প্রচেষ্টায় একটি গতিশীল এবং প্রাণবন্ত মাত্রা যোগ করবে বলে প্রত্যাশিত।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved