মহানগর ডেস্ক: ২০১৮ ও ২০২১ সালে নিপা ভাইরাসের সংক্রমণে কেরলের কোজিকোড়ে দুজনের পর ফের সেই জেলাতেই দুজনের পর অস্বাভাবিক মৃত্যু, যার পরেই নিপা ভাইরাস (Nipah Virus) নিয়ে সতর্কতা জারি করল কেরলের স্বাস্থ্য দফতর। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। সোমবার রাতে এক বিবৃতিতে এ খবর জানিয়েছে স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে একটি বেসরকারি হাসপাতালে জ্বরে দুজনের অস্বাভাবিক মৃত্যুর পর সন্দেহ করা হচ্ছে নিপা ভাইরাসের সংক্রমণে তাদের মৃত্যু হয়েছে। মৃত দুজনের একজনের আত্মীয়দেরও ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। এর আগে ২০১৮ ও ২০২১ সালে কোজিকোড় জেলায় নিপা ভাইরাসের সংক্রমণে দুজনের মৃত্যু হয়।
২০১৮ সালে দক্ষিণ ভারতে কেরলের কোজিকোড়ে প্রথম নিপা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নিপা ভাইরাসের সংক্রমণ পশুদের কাছ থেকে সংক্রমিত হয়। ভেজাল খাবার বা মানুষ থেকে মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হয়। সংক্রমিত ব্যক্তিদের নানা ধরণের উপসর্গ দেখা যায়, যা প্রথমে কোনও লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধে। এই রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায় শূকরদের মধ্যে, যার ফলে শূকর মালিকের খোয়ারদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়ে থাকে।
.