Home National No To Kumkum By Mamata: বিরোধী বৈঠকের আগে হোটেলে কুমকুমের টিপ পরতে অস্বীকার, ভিডিও ভাইরাল মমতার

No To Kumkum By Mamata: বিরোধী বৈঠকের আগে হোটেলে কুমকুমের টিপ পরতে অস্বীকার, ভিডিও ভাইরাল মমতার

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: বিরোধী জোটের বৈঠকে হায়াত হোটেলে ঢোকার পরেই স্বাগত জানিয়ে কপালে কুমকুমের টিপ পরাতে এগিয়ে এসেছিলেন এক মহিলা কর্মী। কিন্তু সেই সময়ই তিনি স্পষ্ট না করে উঠলেন (No To Kumkum By Mamata)। জানিয়ে দিলেন কুমকুমের টিপ পরবেন না। কুমকুম টিপ পরায় রাজি না হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি পোস্ট করেন এ রাজ্যের বিজেপি নেতারা।

তারপরই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে কুমকুমের টিপ না পরা নিয়ে। কারণ কুমকুমের টিপ পরতে অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তা নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। ভিডিওটি এক্সে(টুইটার) শেয়ার করেছে তারা। ভিডিওয় দেখা গিয়েছে মমতা হোটেলে জোর হাত করে ঢুকছেন এবং উষ্ণ অভ্যর্থনা করা হচ্ছে তাঁকে। এক কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছিল অতিথিদের কপালে কুমকুম বা তিলক পরানোর। কিন্তু মমতা খুব নরম গলাতে কুমকুম কপালে পরতে অস্বীকার করেন।

যদিও হোটেলের মহিলা কর্মী তাঁকে জানান এটা একটি রীতি। কিন্তু তাতে রাজি হননি মমতা। ভিডিওটি এক্সে শেয়ার করেন বিজেপি নেতারা। তারপর সেটি ভাইরাল হয়ে যায়। এর আগে উদ্ধব ঠাকরেকে তাঁর রাখি পরানোর দৃশ্যটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিরোধীদের মেগা বৈঠকে যোগ দিতে এসে মমতা মাতুশ্রীতে গিয়ে উদ্ধবের হাতে রাখি পরিয়ে দেন। এই ঘটনার পেছনে রাখি-রাজনীতি আছে কিনা, এবং তা নিয়ে বিজেপির কতটা বিষয়টিকে সামনে আনতে পারে কিনা, তা স্পষ্ট নয়। এদিকে বিরোধীদের তৃতীয় বৈঠক ঘিরে কৌতৃহল, আগ্রহের পাশাপাশি বিজেপি তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের এক নেতা বলেছেন মানুষকে বোকা বানানো সহজ নয়।

.

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved