Home National ভোট আসতেই ভোলবদল সরকারের, ফের কমল গ্যাস সিলিন্ডারের দাম 

ভোট আসতেই ভোলবদল সরকারের, ফের কমল গ্যাস সিলিন্ডারের দাম 

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: রান্নার গ্যাসের দাম আরও সস্তা হল।সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির কোপে পুড়ছে প্রতিদিন ।দাম হু হু করে বাড়ছে সবজি থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের। মধ্যবিত্ত মানুষের এই পরিস্থিতিতে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। তবে এবার গৃহস্থালীতে ব্যবহৃত রান্নার গ্যাসের  পর বাণিজ্যিক এলপিজি গ্রাহকদের স্বস্তি দিতেই বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকারে।

  সরকার এবার বানিজ্যিক গ্যাসের দাম কমালো। এমনকি উজ্জলা যোজনায় সুবিধাভোগীরা ৪০০ টাকা কমে রান্নার গ্যাস কিনবেন। ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম সেপ্টেম্বরের শুরুতেই ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া  হয়েছে। এই সিদ্ধান্তে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যারা ব্যবসা করেন তাঁদের জন্যে অবশ্যই স্বস্তির খবর। দুদিন আগেই গৃহস্থালীতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ২০০টাকা কম করেছে সরকার। তারপর আবার আজ কমল দাম।

নয়া দাম কার্যকর হবে আজ শুক্রবার থেকেই। দিল্লিতে ১৯ কেজি কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারের নয়া দাম হবে ১,৫২২ টাকা। একই ভাবে কলকাতা সহ দেশের সমস্ত বড় শহরেই বানিজ্যিক গ্যাসের দাম ১৫৮ টাকা কমে পাওয়া যাবে। উল্লেখ্য, গত মাসেই বানিজ্যিক গ্যাসের দাম কমিয়েছিল সরকার। কমানো হয়েছিল প্রায় ১০০ টাকা । যদিও দাম কিছুটা বেড়েছিল জুলাইতে। তবে আসন্ন ভোটের কারণেই সরকারের এই নয়া উদ্যোগ বলে মনে করছেন নেটিজনরা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved