Home National ‘তাজ হোটেল উড়িয়ে দেবে পাক জঙ্গিরা’, হুমকি এল মুম্বই পুলিশের কাছে 

‘তাজ হোটেল উড়িয়ে দেবে পাক জঙ্গিরা’, হুমকি এল মুম্বই পুলিশের কাছে 

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: ২৬/১১ ঘটনার কথা এখনই গোটা ভারতের মানুষের কাছে টাটকা। চোখ বুজলেই সেই ভয়াবহ জঙ্গি হামলার কথা ভেবে শিউরে ওঠেন অধিকাংশ মানুষই। ফের একবার সেই আতঙ্কই ছড়াল।  মুম্বইতে ফের ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে একটি হুমকিকে কেন্দ্র করে। মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে বৃহস্পতিবার একটি হুমকি দেওয়া ফোন আসে। যেখানে বলা হয় দুই পাকিস্তানি এসে তাজ হোটেল উড়িয়ে দেবে(blow up Taj Hotel)। এই খবর পাওয়ার পরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এলাকাজুড়ে।

জানা গিয়েছে এক ব্যক্তি ফোন করে এই হুমকি দেয়। পুলিশ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু  করেছে।  যদিও এখনও পর্যন্ত আশঙ্কাজনক কোনও ঘটনার খোঁজ মেলেনি । প্রসঙ্গত, পুলিশের কাছে দিন দশেক আগেও একটি উড়ো ফোন এসেছিল। যেখানে একইভাবে জঙ্গিদের লুকিয়ে থাকার কথা বলা হয়েছিল। মুকেশ সিং নামক এক ব্যক্তি বৃহস্পতিবার মুম্বই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে ফোন করে বলে সমুদ্র পেরিয়ে ভারতে ঢোকার পরিকল্পনা করছে দুই পাক জঙ্গি। সমুদ্রপথেই মুম্বই পৌঁছবে তারা। শহরের বিখ্যাত তাজ হোটেল উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মুম্বই আসছে দুই পাক জঙ্গি। এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার।

ফোন পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে ভুয়োপরিচয় দিয়ে ফোন করেছিলেন ওই ব্যক্তি।আসলে তাঁর নাম জগদম্বা প্রসাদ সিং। তাঁর ৩৫ বছর বয়স। বর্তমানে মুম্বইয়ের স্যান্টাক্রুজ এলাকায় থাকেন তিনি। যদিও জগদম্বা আদতে উত্তরপ্রদেশের গোন্ডা এলাকার বাসিন্দা। তবে মুম্বই পুলিশ জগদম্বার ফোনকে অবশ্য যথেষ্ট গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করেছে। উল্লেখ্য,পুণে পুলিশের কন্ট্রোল রুমে দিন দশেক আগেও একইভাবে জঙ্গি হামলার দাবি করে ফোন এসেছিল।তখন এক ব্যক্তি জানান, এক সন্ত্রাসবাদী মুম্বইয়ের ওরলি এলাকায় ঘাঁটি গেড়েছে।কী তার উদ্দেশ্য,কে লুকিয়ে রয়েছে এই নিয়ে আধিকারিকরা প্রশ্ন করার আগেই ওই ব্যক্তি ফোন কেটে দেন। পুণে পুলিশ রাতের বেলা এই ফোন পাওয়ার পরেই তৎপর হয়ে পড়ে। মুম্বই পুলিশের কাছেও সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয়। পরে পুলিশকর্মী না তদন্ত করে জানতে পারে, যে ওই ফোন কলটি করা হয়েছিল আমেরিকা থেকে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved