Home National ব্যাঙ্ককগামী বিমানে স্বামী-স্ত্রীর মধ্যে তুলকালাম, বিমান নামালো হল দিল্লি বিমানবন্দরে

ব্যাঙ্ককগামী বিমানে স্বামী-স্ত্রীর মধ্যে তুলকালাম, বিমান নামালো হল দিল্লি বিমানবন্দরে

by Mahanagar Desk
17 views

মহানগর ডেস্ক: কম সময়ে এবং স্বাচ্ছন্দ্যে গন্তব্যস্থলে যাওয়ার জন্য সবাই বিমানযাত্রাকে বেছে নেন। খরচ বেশি হয় বটে, কিন্তু আরাম,দ্রুত যাতায়াতে সবারই পছন্দ বিমানযাত্রা। আর বিদেশ যেতে গেলে বিমানযাত্রার কোনও বিকল্পও নেই। আজকাল অনেকেই দেশের নানা জায়গায় যাওয়ার ব্যাপারে বিমানযাত্রাকেই বেছে নেন। তাতে যেমন সময় বাঁচে, তেমনই স্বাচ্ছন্দ্য মেলে।

লুফথানসার বিমান উড়েছিল জার্মানে ম্যুনিখ থেকে। গন্তব্য তাইল্যান্ডের ব্যাঙ্কক। বিমান উড়ছিল স্বচ্ছন্দে। কিন্তু সেই বিমানেই হঠাৎ ঝামেলা বেঁধে যায় স্বামী-স্ত্রীর মধ্যে। ঝামেলা এতটাই বেড়ে যায় যে বিমান চালককে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ধুন্ধুমারের ঘটনা নিয়ে সতর্ক করতে হয়। স্বামী-স্ত্রীর ঝামেলার জেরে শেষপর্যন্ত ব্যাঙ্কক যেতে গিয়ে বিমান ব্যাঙ্ককে না গিয়ে বুধবার সোজা অবতরণ করে দিল্লির ইন্দিরা আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানে তর্কাতর্কি বেঁধেছিল জার্মান নাগরিক ও তাইল্যান্ডের স্ত্রীর মধ্যে। চিৎকার চেঁচামেচি, ঝামেলা এতটাই বেড়ে যায় যে তাইল্যান্ডের মহিলা বিমানচালকের সাহায্য চান।

তিনি জানান তাঁর স্বামী তাঁকে হুমকি দিচ্ছেন। বিমান পাকিস্তানে নামানোর চেষ্টা করেছিলেন চালক। কিন্তু সেই অনুমতি পাওয়া যায়নি। তারপরই লুফথানসার বিমান দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামার অনুমতি চায়। বিমানবন্দরে নামার পর স্বামীকে তুলে দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর হাতে। ঘটনাটি জার্মান দূতাবাসে জানানোর পর জার্মান স্বামী ক্ষমা চান বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল দিল্লি পুলিশ ও সিআইএসএফ। এই মুহূর্তে জার্মান নাগরিককে ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে না তাঁকে জার্মানে ফেরত পাঠানো হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved