Home National নব নির্মিত ‘অযোধ্যা ধাম’ স্টেশন থেকে ২টি অমৃত ভারত, ৬টি বন্দে ভারত ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী

নব নির্মিত ‘অযোধ্যা ধাম’ স্টেশন থেকে ২টি অমৃত ভারত, ৬টি বন্দে ভারত ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী

by Shreya Maji
30 views

মহানগর ডেস্ক: রামমন্দির উদ্বোধনের আগে নতুন করে সেজে উঠছে অযোধ্যা। তবে বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধনের আগেই বছর শেষে সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে বিমানবন্দরে সকাল বেলায় স্বাগত জানিয়েছেন  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । অযোধ্যায় নতুন বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি এদিন নবরূপে নির্মিত অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন করেছেন এবং সেই স্টেশন থেকেই  দুটি নতুন অমৃত ভারত ট্রেন এবং ছয়টি নতুন বন্দে ভারত ট্রেনের  সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নতুন অমৃত ভারত ট্রেনগুলি দরভাঙ্গা-অযোধ্যা-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস এবং মালদা টাউন-স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাস (বেঙ্গালুরু) অমৃত ভারত এক্সপ্রেস হিসাবে চলবে। অমৃত ভারত ট্রেনগুলি, যা সুপারফাস্ট যাত্রীবাহী ট্রেনগুলির একটি নতুন বিভাগ, ‘পুশ-পুল’ প্রযুক্তি বৈশিষ্ট্যযুক্ত, যা তাদের গতি বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের আরামও  দেবে।  ট্রেনে আরও উন্নত সুযোগ-সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে   ভাল আসন, রুমিয়ার লাগেজ র্যাক, এলইডি লাইট, সিসিটিভি ক্যামেরা এবং একটি পাবলিক ইনফরমেশন সিস্টেম।

জানিয়ে রাখা ভাল, প্রধানমন্ত্রী মোদী সংস্কার করা রেলস্টেশনের উদ্বোধন করলেন, যেটিকে এখন থেকে অযোধ্যাধাম বলা হবে।  ২৪০ কোটি টাকায় পুনর্নির্মিত তিন তলা  বিল্ডিং-তে   লিফট, এসকেলেটর, ওয়েটিং হল, ক্লোকরুম এবং ফুড প্লাজা রয়েছে। যাত্রীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থাও। শনিবার প্রধানমন্ত্রী অযোধ্যা পৌঁছানোর পর মেগা রোড শো করেছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতো গোটা শহর ফুল ও পোস্টারে সাজিয়ে তোলা হয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved