Home National “মিসাইল টু মিউজিক”, সর্বস্তরের মহিলাদের প্রশংসায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

“মিসাইল টু মিউজিক”, সর্বস্তরের মহিলাদের প্রশংসায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: নারী শক্তির প্রশংসায় পঞ্চমুখ হলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চরম প্রতিকূলতা অতিক্রম করে মহিলারা “ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সংগীত চর্চা”, বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রমাণ করে দেখিয়েছে। দিল্লির মানেকশ সেন্টারে আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই মহিলাদের প্রশংসায় ভরিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম বলেন, “আমি সমস্ত বীর নারীদের (সাহসী নারী) তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই এবং AWWA-এর প্রচেষ্টার প্রশংসা করি”। ওই ইভেন্ট চলাকালীন, ঝাড়খণ্ডের শিক্ষক তথা একজন সেনাকে বিবাহ করেছিলেন একজন ব্যবসায়ী মহিলা। এদিন তিনি তার জীবনের করুন কাহিনীগুলি বর্ণনা করেন অনুষ্ঠানের মঞ্চে। কিভাবে তাঁরা দৃঢ় সংকল্পের মাধ্যমে এবং স্থিতিস্থাপক চেতনা দিয়ে প্রতিকূলতাকে অতিক্রম করেছেন,সে সকল ঘটনার বর্ণনা করেন। তিনি একজন “বীর নারী”।

আরও পড়ুন: প্রভাবশালীকে গুরুত্ব নয়, উপাচার্য মামলায় রাজ্যপালকে বৈঠকের নির্দেশ শীর্ষ আদালতের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন আরোও বলেন, “আমরা দু’জন মহিলার বেদনাদায়ক গল্প শুনেছি, আমাদের বরং এই গল্পগুলোকে বলা উচিত, দৃঢ়তা এবং সংকল্পের দুটি গল্প আজ…এটি মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছে”। তিনি জোর দিয়ে বলেন, “এই হলো নারী শক্তি”।

কথিত আছে, যে প্রতিটি সফল পুরুষের পিছনে একজন মহিলা থাকে। কিন্তু আজ বলা উচিত, “প্রতিটি সফল পুরুষের পাশে একজন মহিলা থাকে”, বলেন রাষ্ট্রপতি। এদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি তার ভাষণে নারী শক্তির প্রশংসা করেন এবং সমাজ ও জাতির অগ্রগতিতে নারীদের অবদানের কথা তুলে ধরেন। ক্ষেপণাস্ত্র থেকে সঙ্গীত চর্চা, সব দিকেই নারী প্রতিকূলতাকে অতিক্রম করে এগিয়ে গিয়েছে, বলে জানান রাষ্ট্রপতি।

AWWA সভাপতি অর্চনা পান্ডে, তার ভাষণে, রাষ্ট্রপতি মুর্মুকে তার কৃতিত্বের জন্য স্বাগত জানিয়েছেন। তাঁর কথায়, রাষ্ট্রপতি নিজেই “নারী শক্তির উদাহরণ”। এদিনের অনুষ্ঠানের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়া উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের স্ত্রী সুদেশ ধনখর এবং বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাকাশী লেখি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved