Home Bengal প্রভাবশালীকে গুরুত্ব নয়, উপাচার্য মামলায় রাজ্যপালকে বৈঠকের নির্দেশ শীর্ষ আদালতের

প্রভাবশালীকে গুরুত্ব নয়, উপাচার্য মামলায় রাজ্যপালকে বৈঠকের নির্দেশ শীর্ষ আদালতের

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যপালকে পার্টি করার নির্দেশ দেওয়া হল।শীর্ষ আদালত সব পক্ষকে পার্টি করার নির্দেশ দিলেন উপাচার্য নিয়োগ বিতর্কে।এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি।তাদের নাম হল বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সূর্যকান্তর বেঞ্চর ।এরপর আবার শুনানি করা হবে ২সপ্তাহ পর।

আরও পড়ুন: Online Booking Fraud: অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গিয়ে দেড় লাখ টাকা খোয়ালেন মহিলা!

এই নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সূর্যকান্তর বেঞ্চরকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে বলেছে।শীর্ষ আদালত জানিয়েছে যে কে প্রভাবশালী তার উপর গুরুত্ব দেওয়া হবে না।শীর্ষ আদালত চায় যে যেকোনো প্রতিষ্ঠানের সঠিক উপাচার্য নিয়োগ করার ব্যাবস্থা করা হোক এবং পুরো ব্যাবস্থা যেনো সুস্থ এবং সুন্দর ভাবে পরিচালিত করার ব্যাবস্থা করা হোক।

আরও পড়ুন: 17 Indian Rescued: চাকরির টোপ ইতালিতে, লিবিয়ায় সশস্ত্র মাফিয়া গোষ্ঠীর কবজা থেকে উদ্ধার সতেরো জন ভারতীয়

শীর্ষ আদালত রাজ্যপালকে পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি সূর্যকান্ত বলেন যে উপাচার্য নিয়োগ নিয়ে যখন সবাই চিন্তিত তখন শিক্ষামন্ত্রী কেন আগে থেকে প্রস্তাবিত তালিকা পেশ করছেন। এক বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান যে রাজ্যের তরফ থেকে ২০২৩ সাল নাগাদ এক নতুন বিল পেশ করা হয়েছে।এই বিলে বলা হয়েছে যে নিয়োগ পক্রিয়া কিভাবে করা হবে ।রাজ্যপাল এই বিলের নিয়ম মেনেই কাজ করে চলেছে।তবে বিলটি এখনও রাজ্যপালকে কাছেই রয়েছে।বিলটিতে এখনও অবধি সই করেননি রাজ্যপাল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved