দিন দিন অনলাইনে প্রতারণার ঘটনা (Online Doctor Appointment Booking Fraud) বেড়েই চলেছে। এমনকী ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে অনলাইনে বুক করার ব্যাপারেও প্রতারকরা প্রতারণা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি মুম্বইয়ে অনলাইনে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে গিয়ে মোটা টাকা খোওয়ালেন এক মহিলা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে একটি বেসরকারি সংস্থায় কর্মরত মহিলা চেম্বুরের এক হাসপাতালে এক ডাক্তারের সঙ্গে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে যান।
বুক করার আগে তিনি অনলাইনে হাসপাতাল,চিকিৎসক সম্পর্কে তথ্য জেনে হাসপাতালের তালিকাভুক্ত চিকিৎসকদের নাম দেখে তাঁর বিশ্বাস হয় সবকিছু ঠিক রয়েছে। তিনি অবশ্য জানতেন না অনলাইনে যে ফোননম্বরগুলি দেওয়া রয়েছে,সেগুলি আসলে সাইবার ক্রিমিনালদের। তারা প্রতারণার করার উদ্দেশ্যে নম্বরগুলি অনলাইনে দিয়েছিল।
তারপরই ওই নম্বরে ফোন করে বুক করতে গিয়েই জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে দেড় লাখ টাকা গায়েব হয়ে গিয়েছে। ফোনের ওপারে থাকা ঠগ কৌশলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানতে পেরে লোপাট করে দেয় মোটা অঙ্কের টাকা। পুলিশ জানিয়েছে ওই মহিলা চেম্বুর হাসপাতালের একজন চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট চেয়ে অনলাইনে চিকিৎসকের ফোন খুঁজতে গিয়ে পোস্ট করা প্রতারকের ফোনে ফোন করেন।
তারপরই ঘটে বিপত্তি। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে অনলাইনে ফোননম্বর জানার ব্যাপারে, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার মতো জরুরি বিষয়ে প্রতারকরা প্রতারণার সুযোগ খোঁজে। সাইবার অপরাধীরা প্রায়ই ইন্টারনেটের বিশাল প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে থাকে। যা সাধারণ মানুষের পক্ষে সাইবার ক্রিমিনালদের দুরভিসন্ধি বোঝা সম্ভব হয় না।
এ কারণে সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন কোনও ফোননম্বর পেলে সেটি সঠিক কিনা, তা বিশ্বস্তসূত্রে যাচাই করে নেওয়া দরকার। এই অনলাইনে প্রতারণার তদন্ত চালাচ্ছে। এর আগে দিল্লিতে নামী রেস্তোরাঁয় খাবারের অর্ডার দিয়ে কয়েক লক্ষ টাকা খোয়াতে হয় এক মহিলাকে।