Home National চাঁদের পা রাখল ভারত, সাফল্যের কৃতিত্ব বিজ্ঞানীদের, বললেন রাহুল

চাঁদের পা রাখল ভারত, সাফল্যের কৃতিত্ব বিজ্ঞানীদের, বললেন রাহুল

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করেছে ল্যান্ডার বিক্রম। সারা দেশ উচ্ছ্বসিত। চাঁদের দক্ষিণ গোলার্ধে যেখানে এখনো পর্যন্ত কোনো দেশের চন্দ্র যান পৌঁছাতে পারেনি, সেখানে পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান-৩। অসম্ভবক সম্ভব করে দেখলো ভারত। তাইতো টুইট বার্তায় অগ্রণী কৃতিত্বের জন্য টিম ইসরোকে অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতীয় সময় অনুযায়ী, সন্ধে ৬টা বেজে ৪ মিনিট, ঠিক সেই সময় ল্যান্ডার বিক্রম ধীরে ধীরে চাঁদের মাটিতে পদার্পণ করে। সারা ভারতবাসীর স্বপ্নপূরণের সেই এক অনন্য মুহূর্ত। সেই সময় কেউ চোখ রেখেছেন টিভির পর্দায়, কেউ আবার পূজার্চনা করতে ব্যস্ত। কোথাও আবার আয়োজন করা হয়েছে চন্দ্রযান -৩ এর চাঁদের মাটি ছোঁয়ার লাইভ কভারেজ দেখানোর ব্যবস্থা। কালকের সারাদিনটাই যেন এরকম ভাবেই কেটে গিয়েছে। অবশেষে যে মুহূর্তে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে পা রাখল সেই সময়ে যেন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে ভারতবাসী।

আরও পড়ুন: পুলিশ টাকা তুললেই অভিযোগ জানাবেন, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

ঠিক তার পরেই ISRO-কে অভিনন্দন জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ট্যুইটারে এদিন রাহুল লেখেন, “আজ এই উচ্চতায় পৌঁছনোর জন্য যে অগ্রণী ভূমিকা পালন করেছে ISRO, তার জন্য গোটা টিমকে অভিনন্দন। পালকের মতো চাঁদের দুর্গম দক্ষিণ মেরু যে ছুঁতে পারল চন্দ্রযান-৩, তা দশকের পর দশক ধরে আপনাদের বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম এবং উদ্ভাবনী শক্তির জন্যই সম্ভব হয়েছে। ১৯৬২ সাল থেকে ভারতের মহাকাশ গবেষণায় লাগাতার নতুন উচ্চতা ছুঁয়ে চলেছে ISRO এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে”।

প্রসঙ্গত, বুধবার চাঁদের মাটিতে পদার্পণ করার পর ল্যান্ডার বিক্রম নিজেও একটি বার্তা পাঠিয়েছে ভারতীয়দের উদ্দেশ্যে। ল্যান্ডার ‘বিক্রম’কে মেনশন করে ISRO-র পক্ষ থেকে লেখা হয়, “ভারত, গন্তব্যে পৌঁছে গিয়েছি আমি। লক্ষ্যপূরণ হল তোমারও”। ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছে ইসরো।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved