HomeNationalবিমানসেবিকাদের আপত্তিকর ছবি তুললেন বৃদ্ধ, ধরা পড়তেই....

বিমানসেবিকাদের আপত্তিকর ছবি তুললেন বৃদ্ধ, ধরা পড়তেই….

- Advertisement -

 

 

 

 

এয়ার হোস্টেসদের আপত্তিকর ছবি তুলতে ব্যস্ত বৃদ্ধ যাত্রী। সেদিকে অন্য এক মহিলা যাত্রীর নজর পড়তেই বাঁধলো বিপত্তি। দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে যাওয়া স্পাইসজেট সংস্থার একটি বিমানে ঘটেছে এমন ঘটনা। ঐ বৃদ্ধের যাবতীয় কার্যকলাপের প্রমাণস্বরূপ একটি ভিডিও করে রাখেন ওই মহিলা যাত্রী। সেই ভিডিওর মাধ্যমেই ধরা পড়ে যায় ওই বৃদ্ধের এমন অসভ্য আচরণ। অবশেষে ক্ষমা চেয়ে নিজের ফোন থেকে সমস্ত আপত্তিকর ছবি মুছে দেন ওই বৃদ্ধ।

ওই বৃদ্ধ যাত্রীর বিরুদ্ধে অভিযোগ, বিমানসেবিকাদের অন্তর্বাস, বক্ষবিভাজিকার ছবি তুলছিলেন ওই বৃদ্ধ যাত্রী। এত বিমান সেবিকা বিষয়টি টের পান। তিনি জানান, তিনি যখন ঝুঁকে পড়ে ওই যাত্রীকে খাবার দিচ্ছিলেন, সেই সময় বৃদ্ধ ফোনে কিছু রেকর্ড করার চেষ্টা করছিলেন। তবে ওই বৃদ্ধের মতলব যে কোন খারাপ ছিল সেটা বুঝতে পারেননি তিনি।

শুধুমাত্র ওই বিমান সেবিকা নয়, বিষয়টি নজরে আসে এক মহিলা যাত্রীর। তিনি জানান, ” আমি এবং আমার এক আত্মীয় বিমানের এ এবং বি সারির আসনে বসেছিলাম। বৃদ্ধ বসেছিলেন সি সারির আসনে। অনেক ক্ষণ ধরেই লক্ষ করছিলাম, উনি কিছুর ছবি তোলার চেষ্টা করছিলেন।” তিনি আরোও জানান, ঐ বৃদ্ধ এরকম কিছু করছে বুঝতে পেরে। বিষয়টি তিনি বিমানসেবিকাদের কয়েক জনকে জানান। বৃদ্ধকে জেরা করতেই অবশ্য বিষয়টি তিনি স্বীকার করে নেন। নিজের ভুল স্বীকার করে ছবিগুলি ফোন থেকে মুছে দিয়েছেন তিনি।

স্পাইসজেট কর্তৃপক্ষও এই ঘটনাটির কথা স্বীকার করে নিয়েছেন। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, নয়াদিল্লি থেকে মুম্বই যাওয়া স্পাইসজেটের এসজি ১৫৭ বিমানে ঘটনাটি ঘটে এই ঘটনা। ওই বিমান সংস্থা আরো জানিয়েছে যে, লিখিতভাবে ক্ষমা চাওয়ার পর ওই বৃদ্ধকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

Most Popular