HomeKolkataযাদবপুর কাণ্ডে নয়া মোড়, ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক প্রাক্তনী

যাদবপুর কাণ্ডে নয়া মোড়, ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক প্রাক্তনী

- Advertisement -

 

 

 

পুলিশের হাতে গ্রেফতার যাদবপুরের আরও ১ প্রাক্তনী। ছাত্রমৃত্যুর রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে ওই প্রাক্তনীর বিরুদ্ধে। এখনো পর্যন্ত যাদবপুরে হস্টেলে ছাত্র মৃত্যুর কাণ্ডে জড়িত থাকার সন্দেহে ধৃতের সংখ্যা বেড়ে ১৩। ধৃত প্রাক্তনী জয়দীপ ঘোষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে। কী ভাবে ওই ছাত্রের মৃত্যু হল? এই প্রশ্নের উত্তর খুঁজতে জোর কদমে তদন্ত করছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে থাকতেন ওই পড়ুয়া। হস্টেলে কি কোনওভাবে র‌্যাগিং চলত? এই প্রশ্নের প্রেক্ষিতেই উঠে আসছে একাধিক নয়া তথ্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, র‌্যাগিংয়ের নামে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হত প্রথম বর্ষের পড়ুয়াদের। এমনকি উঠে আসছে অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গও।

পুলিশের তরফে জানানো হচ্ছে, যদি কোনও প্রথম বর্ষের পড়ুয়াকে বাড়িতে ফোন করতে হত সেক্ষেত্রে সিনিয়রদের অনুমতির প্রয়োজন পড়ত। শুধু তাই নয়, শৌচালয় পরিষ্কার থেকে শুরু করে সিনিয়রদের খাবার এনে দেওয়া ফাইফরমাশ খাটতে হত জুনিয়রদের। যদিও মৃত ওই পড়ুয়াকে এই ধরনের কোনও পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল কিনা তা স্পষ্ট করে জানাননি তদন্তকারীরা।

প্রসঙ্গত, ঘটনার দিন রাতে মেন হস্টেলের গেট বন্ধ রাখার পাশাপাশি পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে আলাদা করে তদন্ত শুরু করেছে পুলিশ। যাদবপুরের ছাত্র-মৃত্যু কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ জন। কাদের নির্দেশে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা? কার ফোনে বিক্রমগড়ের ভাড়া বাড়ি থেকে হস্টেলে ছুটে এসেছিলেন জয়দীপ ঘোষ? জানতে চায় পুলিশ। এদিন ধৃত সৌরভ চৌধুরী, অঙ্কন সর্দার, নাসিম, হিমাংশু ও সত্যব্রতকে জেরা করেন কমিশনার বিনীত গোয়েল। সেই জেরাতেও ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে বলে খবর।

 

Most Popular