HomeNationalআধার কার্ড নিয়ে বড় আপডেট, না জানলে পস্তাবেন

আধার কার্ড নিয়ে বড় আপডেট, না জানলে পস্তাবেন

- Advertisement -

 

 

সমগ্র ভারতবাসীকে এবার একটি বিষয় থেকে সাবধান করে দিচ্ছেইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI. এই ফাঁদে যদি পা দিয়ে থাকেন তাহলে আজই সাবধান! বর্তমান সময়ে আমাদের দেশে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় একটি নথি। আধার সম্পর্কিত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) প্রায়ই নানান আপডেট দিয়ে থাকে নাগরিকদের।

সম্প্রতি অনেক ব্যবহারকারীরা আধার আপডেট করার জন্য ফোনে মেসেজ পাচ্ছেন। শুধু তাই নয়, মেইল করেও আধার আপডেট করানোর কথা বলা হচ্ছে। আপনিও যদি এরকম কোন মেসেজ কিংবা ইমেইল পেয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবধান হন। ভুলেও কিন্তু এই ফাঁদে পা দেবেন না। আর যদি এই সমস্যায় একবার জড়িয়ে যান তাহলে আর নিস্তার নেই।

কোটি কোটি আধার ব্যবহারকারীদের সতর্ক করতেই UIDAI তার X হ্যান্ডেলে একটি টুইট করেছে। আধার কর্তৃপক্ষ ট্যুইট করে জানিয়েছে যে, কখনই আধার আপডেট করার জন্য UIDAI ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নথি চায় না। এই ক্ষেত্রে, আধার আপডেট করার প্রয়োজন হলে সবসময় মাই আধার পোর্টালকেই ব্যবহার করুন। একই সময়ে অফলাইনে আধার পরিষেবা সম্পর্কে জানতে নিকটবর্তী আধার কেন্দ্রে যান।

UIDAI সম্প্রতি একটি প্রচার শুরু করেছে। সাধারণত যাদের ১০ বছরের বেশি সময়ের জন্য আধার কার্ড রয়েছে, তাদের আধারের তথ্য আপডেট করা উচিত। সেই ক্ষেত্রে পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণপত্র (POI / POA) নথিগুলি আধারে আপডেট করতে হবে। UIDAI এর জন্য একেবারে বিনামূল্যে আধার আপডেট করার সুবিধাও প্রদান করছে। আগে এই বিনামূল্যে পরিষেবাটি ১৪ জুন ২০২৩ পর্যন্ত পাওয়া যেত। এখন ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে সময়সীমা।

 

Most Popular