Home National সোশ্যাল মিডিয়ায় অবমাননাকার পোস্ট করলেই বিপদ, কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

সোশ্যাল মিডিয়ায় অবমাননাকার পোস্ট করলেই বিপদ, কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়াতে অবমাননাকর মন্তব্য কিংবা আপত্তিকর ছবি পোস্ট করলে আর নিস্তার নেই। এই নিয়ে কড়া বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত। একটি মামলার শুনানির ভিত্তিতে আদালতের পর্যবেক্ষণ, “ভুল স্বীকার করে ক্ষমা চাইলেই সাত খুন মাফ হয়ে যায় না। সমাজমাধ্যমে কিছু পোস্ট করা হলে, তার পরিণতি সম্পর্কে সতর্ক থাকা উচিত।”

২০১৮ সালে মহিলা সাংবাদিকদের বিরুদ্ধে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগ ওঠে তামিলনাড়ুর প্রাক্তন বিধায়ক তথা প্রবীণ অভিনেতা এস ভে শেখরের বিরুদ্ধে। শেখর এই মামলা থেকে অব্যাহতি চেয়ে মাদ্রাজ হাই কোর্টে আবেদন করেন। ১৪ ই জুলাই হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। তারপরেই ওই প্রবীণ অভিনেতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

আরও পড়ুন: কোনও র‌্যাগিং হয়নি! যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি ধৃত সৌরভের

সুপ্রিম কোর্টের শুনানির সময় শেখরের আইনজীবী জানান, তার মক্কেলের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে মহিলা সাংবাদিকদের প্রতি। যেদিন এই ঘটনাটা ঘটেছে সেই ঘটনার কথা উল্লেখ করে আইনজীবী আরো জানান, চোখে ওষুধ দেওয়ার জন্য বৃদ্ধ অভিনেতা সমাজ মাধ্যমের পোস্টটির অর্থ বুঝতে পারেননি। তাই আগে কিছু না ভেবে অন্যের করা পোস্ট শেয়ার করে ফেলেন তিনি। সেই কারণে বৃদ্ধ অভিনেতাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান আইনজীবী। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ অবশ্য তাতে সন্তুষ্ট হননি।

শেখরের আইনজীবী আদালতে এও জানান, তার মক্কেল নিজের ভুল বুঝতে পেরে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নিয়েছেন। যদিও এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, এক্ষেত্রে শুধুমাত্র ক্ষমা চাওয়াটাই যথেষ্ট নয়। আদালতে জানিয়েছে যে, “সমাজমাধ্যম ব্যবহার করা খুব জরুরি নয়। কিন্তু ব্যবহার করলে তার যে কোনও রকম পরিণতির জন্য প্রস্তুত থাকা উচিত।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved