কলকাতা: যাদবপুর কাণ্ডে উত্তাল রাজ্য! একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ছাত্র-মৃত্যু ঘটনায়। দিকে দিকে বিক্ষোভ মিছিল, অপরাধীদের শাস্তির দাবিতে ফুঁসছে তিলোত্তমা। এহেন পরিস্থিতিতে ফের বিস্ফোরক দাবি করলেন গ্রেফতার হওয়া প্রাক্তনী সৌরভ চৌধুরীর। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় রবিবার প্রিজন ভ্যানে বসে তিনি বলেন, “ওই ছাত্রকে কোনরকম ভাবে র্যাগিং করা হয়নি। সে নিজেই ঝাঁপ মেরেছিল।” শুধু তাই নয়, গরিব বলে ছাত্র-মৃত্যুর ঘটনা তাদের ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেছেন সৌরভ।
আরও পড়ুন:রাখিতে নয়া চমক, হাওড়ার মিষ্টি পাড়ি দিচ্ছে লন্ডনে
সূত্রের খবর, রবিবার প্রিজম ভ্যানে লাল গেঞ্জি পড়ে বসে ছিলেন যাদবপুর ছাত্র হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত সৌরভ চৌধুরী। বারংবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় মুখ লুকানোর পাশাপাশি নিজের নামটাও বলতে চাইছিলেন না তিনি। তবে একাধিকবার সমস্ত অভিযোগ কে মিথ্যা বলে নিজেকে নিরাপরাধে বলেও দাবি করেছেন তিনি। এদিন তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ মিথ্যে। আমাদেরকে ফাঁসানো হচ্ছে। আমরা অপরাধী নই কোনো অপরাধ করিনি। আমরা বিচার চাই। আমরা গরিব বলে আমাদেরকে এই হত্যার ঘটনায় ফাঁসানো হচ্ছে।”
প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখ, রাত ১১টা ৪৫ নাগাদ হস্টেলের তিনতলা থেকে পড়ে যায় প্রথমবর্ষের ওই ছাত্র। এরপরেই ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ উঠেছে, তিনতলা থেকে পড়ে যাওয়ার পর মিনিট দশক পড়ে জেনারেল বডির মিটিং ডাকেন সৌরভ চৌধুরী। শুধু তাই নয় সৌরভ ী সকলকে এমনটাই বার্তা দেন যে, পুলিশে জিজ্ঞাসাবাদে মুখে পড়লে ছাত্রদের কি কি বলতে হবে। কিন্তু এই অভিযোগ পুরোপুরি ভাবে অস্বীকার করেছেন ধৃত সৌরভ।