Home National তেলেঙ্গানার ডিজিকে সাসপেন্ড নির্বাচন কমিশনের

তেলেঙ্গানার ডিজিকে সাসপেন্ড নির্বাচন কমিশনের

by Mahanagar Desk
24 views

মহানগর ডেস্ক: দেশজুড়ে শুরু হয়েছে গেরুয়া বিপ্লব। ৫ রাজ্যের মধ্যে তিন রাজ্যেরই মাথায় বিজেপি শাসন প্রতিষ্ঠিত হয়ে গেল আগামি ৫ বছর পর্যন্ত। তবে দেশের এত খুশির দিনেই তেলেঙ্গানায় খারাপ খবর। ভারতীয় নির্বাচন কমিশন রবিবার তেলঙ্গানার পুলিশ মহাপরিচালক অঞ্জনি কুমারকে বরখাস্ত করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে কংগ্রেস নেতা রেভান্থ রেড্ডির সঙ্গে দেখা করেছিলেন। যিনি চলমান রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তিনি আজ ভোট ফলাফল ঘোষণার আগে, তেলেঙ্গানার পুলিশ প্রধান অঞ্জনি কুমার সঞ্জয় জৈনের সঙ্গে রাজ্য পুলিশের নোডাল অফিসার, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অনুমুলা রেভান্থ রেড্ডির সঙ্গে দেখা করেছিলেন। সংবাদ সংস্থা ANI দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে সিনিয়র পুলিশ আধিকারিককে ফুলের তোড়া দিয়ে রেড্ডিকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল। এরপরেই নির্বাচন কমিশন তেলেঙ্গানার মুখ্য সচিব এ সান্তি কুমারীকে চিঠি পাঠিয়ে তেলেঙ্গানার ডিজিপিকে বরখাস্ত করার সুপারিশ করে।

কংগ্রেসের তারকা প্রচারক রেভান্থ রেড্ডি সরাসরি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং বিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন। কারণ কংগ্রেস দক্ষিণে প্রথম সরকার গঠনের জন্য তেলেঙ্গানায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দিকে গিয়েছিল বলে মনে করা হয়। কামারেডিতে, যেখানে রেড্ডি কেসিআরের সঙ্গে লড়াই করছেন, সেখানে একাধিক রাউন্ড ভোটের পরে বিআরএস প্রধান পিছিয়ে ছিলেন। রেড্ডি কোদাঙ্গাল থেকেও এগিয়ে ছিলেন, যেটি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রবিবার ভোট গণনা হয়েছে, যেখানে কংগ্রেস ৬৫ টি বিধানসভা বিভাগে এগিয়ে গিয়েছে। সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা ৬০ আসন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved