Home National মঞ্চে বক্তৃতা দিতে দিতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন IIT কানপুরের অধ্যাপক

মঞ্চে বক্তৃতা দিতে দিতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন IIT কানপুরের অধ্যাপক

by Mahanagar Desk
42 views

মহানগর ডেস্ক: সুস্বাস্থ্যের বক্তৃতা দিতে দিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চের উপরেই ভেঙে পড়লেন IIT কানপুরের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিন সমীর খান্দেকর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হলনা।

হাসপাতালে পৌঁছানো মাত্রই তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইনস্টিটিউট। শুক্রবার প্রাক্তন ছাত্রদের বৈঠকে ভাষণ দেওয়ার সময়, প্রথমে অধ্যাপকের প্রচুর ঘাম শুরু হয়। এবং তিনি তাঁর বক্তৃতাকালে সবাইকে স্বাস্থ্যের যত্ন নিতে বলছিলেন, এরপরই এই ঘটনাটি ঘটে। রীতিমতো কী ঘটছে তা কেউ বোঝার আগেই তিনি মঞ্চে পড়ে যান। এই প্রসঙ্গে আইআইটি কানপুরের একজন অধ্যাপক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন যে, প্রায় পাঁচ বছর আগে খান্দেকারের উচ্চ কোলেস্টেরলের মাত্রা ধরা পড়ে। তিনি ছাত্র বিষয়ক ডিন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন।

আইআইটি কানপুরের প্রাক্তন পরিচালক অভয় করন্দিকর, আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে, খান্দেকারকে একজন অসামান্য শিক্ষক এবং গবেষক হিসাবে বর্ণনা করেছেন। তিনি X-এ লিখেছেন যে, “এটা অবিশ্বাস্য! আমার বন্ধু প্রফেসর সমীর খান্দেকারের (আইআইটি কানপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক) হঠাৎ এবং খুব অসময়ে চলে যাওয়ার খবরে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন লালিত সহকর্মী সর্বদা শক্তি এবং উৎসাহে পূর্ণ ছিলেন। আমাদের চিন্তাভাবনা আমাদের সঙ্গে রয়েছে। এই কঠিন সময়ে তার পরিবার। যারা তাকে চিনত তাদের সবাই আমার গভীর সমবেদনা। শান্তিতে বিশ্রাম নিন, প্রিয় বন্ধু।”

মিঃ খারন্দিকার বলেছেন, অধ্যাপকের দেহটি এখন আইআইটি কানপুরের স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাঁর একমাত্র ছেলে প্রভা খান্দেকার আসার পরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। কেন্দ্র ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে রেসলিং বডি চালানোর জন্য প্যানেল গঠন করতে বলেছে৷

 

 

 

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved