Home National সম্পত্তি সাড়ে সাত কোটি টাকা, মাসে রোজগার সত্তর হাজার, বিশ্বের ধনীতম এই ভিক্ষুক একজন ভারতীয়!

সম্পত্তি সাড়ে সাত কোটি টাকা, মাসে রোজগার সত্তর হাজার, বিশ্বের ধনীতম এই ভিক্ষুক একজন ভারতীয়!

by Mahanagar Desk
Published: Last Updated on 1 views

মহানগর ডেস্ক: ভিক্ষুক বলতেই আমাদের চোখে ভেসে ওঠে চরম দারিদ্রে বাস করা মানুষের ছবি। যে মানুষ বাঁচার জন্য এ ওর কাছ থেকে চেয়েচিন্তে ক্ষুন্নিবৃত্তি করে থাকে। কিন্তু এমন ঘটনাও আছে, যে ঘটনা জানতে পারলে আমাদের রীতিমতো হাঁ করিয়ে দেয়। এমন মানুষও আছে ভিক্ষাবৃত্তিকে মোটা রোজগারের রাস্তা তৈরি করে নিয়েছে। এমনই এক ব্যক্তির নাম ভরত জৈন। যিনি বাস করেন মুম্বইয়ে। তিনি শুধু ভারতেই নন, সারা বিশ্বে ধনীতম ভিক্ষুক (World Richest Beggar)!

শুনতে অবাত লাগলেও এই ঘটনাটি পুরোপুরি সত্যি। ভরত টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি। তবে বিয়ে করেছেন । তাঁর দুটি সন্তানও রয়েছে। তবে ইতিবাচক ঘটনা হল নিজে পড়াশোনা করতে না পারলেও সন্তানদের পড়াশোনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছে সাফল্যের সঙ্গে। এরপরের খবরটা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে তাহল ধনীতম ভিক্ষুক ভরত জৈনের মোট টাকার অঙ্ক সাড়ে সাত কোটি টাকা!

শুনে মনে হতেই পারে এটা নিছকই আজগুবি অবাস্তব গল্প। কিন্তু জেনে রাখুন এই রাজকীয় ভিক্ষুকের মাসে রোজগার ষাট থেকে পঁচাত্তর হাজার টাকা। দুটি ফ্ল্যাট রয়েছে মুম্বইয়ে। দুটির দাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা। থানেতে দুটি দোকানও কিনেছেন। মাসে ভাড়া পান তিরিশ হাজার টাকা। এত সম্পত্তির মালিক হলেও তাঁকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস ও আজাদ ময়দানে রোজ ভিক্ষে করতে দেখা যায়। দুই সন্তানকে নিয়ে প্যারেলে থাকেন বিশ্বের ধনীতম এই ভিক্ষুক। সন্তানেরা কোথায় পড়েন জানেন। তারা পড়ে কনভেন্ট স্কুলে। বাড়ির লোকেরা তাঁর দুটি দোকান চালায়।   

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved