Home Lifestyle ৩০ হাজার টাকা স্কলারশিপের সুযোগ, জানুন কীভাবে পাবেন

৩০ হাজার টাকা স্কলারশিপের সুযোগ, জানুন কীভাবে পাবেন

by Ritika Chakraborty
0 views

 

 

নিজস্ব সংবাদদাতা: জীবনে এগিয়ে চলার পথে মেধাবী ছাত্র-ছাত্রীদের অনেক সময় বাঁধা হয়ে দাঁড়ায় আর্থিক অস্বচ্ছলতা। পর্যাপ্ত অর্থ না থাকার কারণে স্বপ্নের বিষয় নিয়ে অথবা স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা হয়ে ওঠে না।কিন্তু সঠিক তথ্য সঠিক সময়ে জানতে না পারার কারণে অনেক সময়েই স্কলারশিপ গুলিতে আবেদন করা হয়ে ওঠেনা পড়ুয়াদের। এই প্রতিবেদনে এমন একটি স্কলারশিপের ব্যাপারে আলোচনা করা হয়েছে, সবিস্তারে জেনে নিন।

বৃত্তির টাকার পরিমাণ পড়ুয়াদের শ্রেণী এবং কোর্সের উপর নির্ভর করে আলাদা আলাদা হয় বিদ্যাসারথী স্কলারশিপে।
যেমন-

1. 5000 টাকা অবধি বৃত্তি দেওয়া হয় স্কুলে পাঠরত শিক্ষার্থীদের।
2.BA, BSc, BCom ডিগ্রি কোর্সে পাঠরত শিক্ষার্থীদের জন্যও বরাদ্দ বৃত্তির পরিমাণ 5000 টাকা।
3.অন্যদিকে, ITI এ ডিপ্লোমা করা পড়ুয়াদের 20,000 টাকা করে বৃত্তি দেওয়া হয়।
4.B.E./B.TECH ডিগ্রির ক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়ে থাকে।

এই ভাবে নানান ডিগ্রির ক্ষেত্রে বৃত্তির পরিমাণও পাল্টে যায়। তবে এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে। এই স্কলারশিপএ আবেদন করার জন্য কিছু শর্তাবলী প্রযোজ্য।দেখে নিন সেগুলি –

১. আবেদনকারীকে হতে হবে ভারতীয় নাগরিক।
২. আবেদনকারীর ন্যূনতম মাধ্যমিক পাস করার সার্টিফিকেট থাকতে হবে।
৩. পারিবারিক বার্ষিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে।

বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করার জন্য নীচের দেওয়া নথিগুলি লাগবে-

(1) নতুন ক্লাসে ভর্তি হওয়ার রশিদের ফটোকপি।

(2) অ্যাড্রেস প্রুফ বা ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ড।

(3) পরিচয়পত্র হিসেবে আধার অথবা ভোটার কার্ড।

(4) আবেদনকারীর শেষ বার্ষিক পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট।

(5) পরিবারের মোট বার্ষিক আয়ের সার্টিফিকেট।

(6) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

(7) আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস।

আবেদন করার জন্য আবেদনকারীকে যেতে হবে বিদ্যাসারথী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট- এ।এই Vidyasaarathi স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানতে অথবা আবেদন করার জন্য ভিজিট করতে হবে

http://vidyasaarathi.co.in/ ওয়েবসাইট।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved