Home Kolkata বিজেপির আয়োজিত গীতাপাঠের অনুষ্ঠানে একাধিক চমক,  হাজির ছিলেন কারা কারা?

বিজেপির আয়োজিত গীতাপাঠের অনুষ্ঠানে একাধিক চমক,  হাজির ছিলেন কারা কারা?

by Mahanagar Desk
30 views

মহানগর ডেস্ক: কলকাতার ব্রিগেড ময়দানে গীতাপাঠের অনুষ্ঠানের শুরু হয় শঙ্খধ্বনির মাধ্যমে। শহর কলকাতার প্রাণকেন্দ্রে হল এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ। শীতের ব্রিগেডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্তদের ভিড়। দ্বারকার শঙ্করাচার্য থেকে শুরু করে পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাধু-সন্তরা ছিলেন গীতা পাঠের মঞ্চে। অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপির সব শীর্ষ নেতারা। জেনে নিন এদিনের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন।

শঙ্খধ্বনির মাধ্যমে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বেলা ১২.২০ মিনিটে এক লক্ষ কণ্ঠে শুভ সূচনা হয় গীতা পাঠের অনুষ্ঠানের।ব্রিগেডে আজ গীতার ৫টি অধ্যায় পাঠ। সাধু-সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিজেপি নেতা সহ ময়দানে উপচে পড়া ভিড়।কাতারে-কাতারে মানুষ গিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গীতা পাঠের এই অভূতপূর্ব ঐতিহাসিক কর্মসূচিতে যোগ দিতে। এদিন ব্রিগেডের গীতা পাঠের অনুষ্ঠানে সামিল থাকতে দেখা গিয়েছে রাজ্য বিজেপির তাবড় নেতৃত্বকে। স্বামী সদানন্দ সরস্বতী সারদাপীঠের শঙ্করাচার্য ব্রিগেডের এই অনুষ্ঠান মঞ্চে হাজির হয়েছেন। ময়দানের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন দ্বৈতপতিজিও। শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ,সুকান্ত মজুমদার থেকে অগ্নিমিত্রা পলকেও অংশ নিতে দেখা গিয়েছে গীতাপাঠে।শুধু তাই নয়, হিরণও হাজির হন লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে।ভিড়ের মধ্যে সাদা শাল গায়ে তাঁর উপস্থিতিও কেড়েছে নজর।ব্রিডেগে গীতাপাঠের মঞ্চে হাজির ছিলেন বিজেপি-তে যোগ দেওয়া টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষও। তাঁকেও দেখা গিয়েছে বই হাতে গীতা পাঠ করতে। অপরদিকে,বঙ্গ বিজেপির প্রধান তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও গীতা পাঠ করেছেন এদিন।  ছিলেন হিরণও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় গীতা পাঠের নজরকড়া এই উদ্যোগে সামিল হতে না পারলেও অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন।নমো আয়োজকদের শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন।ব্রিগেডের ময়দান রবিবার সকাল থেকেই ঢেকেছিল কুয়াশার চাদরে।তবে বেলা বাড়তেই কিছুটা সরে যায় কুয়াশার চাদর। এদিন হাওড়া ও শিয়ালদহে স্টেশন চোখে পড়েছে বিপুল ভিড়। পুরুষদের পাশাপাশি লাল পাড় ও সাদা শাড়িতে অগমিত মহিলাদেরও ব্রিগেডমুখী হতে দেখা গিয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved