Home Kolkata সল্টলেক সেন্ট্রাল পার্কে আর নতুন কোনও নির্মাণকাজ নয়, নয়া নির্দেশ হাইকোর্টের

সল্টলেক সেন্ট্রাল পার্কে আর নতুন কোনও নির্মাণকাজ নয়, নয়া নির্দেশ হাইকোর্টের

by Mahanagar Desk
5 views

মহানগর ডেস্ক: সল্টলেক সেন্ট্রাল পার্কে মেট্রোরেল প্রকল্প বা অন্য উদ্দেশ্যে আর নতুন করে কোনও নির্মাণকাজ করা যাবে না। এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, পার্কে নির্মাণকাজ এই ভাবে হতে থাকলে পার্কের জায়গা বলে আর কিছু থাকবে না। ওই পার্ক খতিয়ে দেখে বিধাননগরের পুর-কমিশনারকে সরেজমিনে রিপোর্ট আকারে গুচ্ছ প্রশ্নের জবাব দিতে হবে।

মামলাকারী আইনজীবী অরুনাংশু চক্রবর্তীর বক্তব্য, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ রয়েছে, কোনও পার্কে অন্য কোনও কাজ করা যায় না। অথচ সেখানে কমিউনিটি হল তৈরি করেছে পুরসভা। মেট্রোরেল সেখানে বড় দোতলা বিল্ডিং বানিয়েছে। বিল্ডিংয়ের অর্ধেকই অবশ্য ফাঁকা পড়ে। পার্কের প্রায় ৮০ শতাংশ দখল হয়ে গিয়েছে। পার্কের জায়গায় জল প্রকল্প থেকে আন্তর্জাতিক বাসস্ট্যান্ড পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে। পার্কের জায়গায় নিয়মিত মেলা হচ্ছে।

১৯৭৭ সালে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী,এই সেন্ট্রাল পার্ক ১৫৩ একর জায়গার উপরে ছিল। এখন তার কোথায় কী আছে, কতটা ফাঁকা আছে, কতগুলি পাকা বিল্ডিং হয়েছে, কোথায় জমি অন্য ভাবে ব্যবহার হচ্ছে–তার বিস্তারিত জানাতে হবে পুর-কমিশনরাকে।পরবর্তী শুনানি কবে হবে তা এই রিপোর্ট জমা পড়ার পর আদালত জানাবে।এর আগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বেহালা থেকে ধর্মতলা মেট্রোর কাজে ময়দানে গাছ কাটার অভিযোগে মামলা উঠেছিল। ওই মামলার ক্ষেত্রেও হাইকোর্ট নির্দেশ দিয়েছে,’আপাতত গাছ কাটা যাবে না।’

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved