Home Bengal জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা, দিতে পারেন অলচিকি ভাষায় প্যারা টিচার নিয়োগের বড় বার্তা

জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা, দিতে পারেন অলচিকি ভাষায় প্যারা টিচার নিয়োগের বড় বার্তা

by Mahanagar Desk
58 views
মহানগর ডেস্ক : ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি জঙ্গলমহলের অধিকাংশ আসন জিতেছিল। যদিও ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিজেদের জমি কিছুটা পুনর্দখল করতে পেরেছিল। কিন্তু তারপরেও মূলত  তিন জেলায় তৃণমূলের তুলনায় বিজেপি বেশি আসন যায়। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম মিলিয়ে ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির দখলেই বেশি আসন  গিয়েছে। তাই এবার লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এই তিন জেলার চারটি আসন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে তাতে কোনও সন্দেহ নেই। ঝাড়গ্রাম যাচ্ছেন মমতা। সেখানেই বড় ঘোষণা করতে পারেন শিক্ষক নিয়োগ নিয়ে।
মুখ্যমন্ত্রী মঙ্গলবার পুরুলিয়া পৌঁছে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। ওইদিন বিকেলেই পুরুলিয়া থেকে হেলিকপ্টারে করে বাঁকুড়া পৌছাবেন তৃণমূল সুপ্রিমো। রাতে বাঁকুড়া থেকে পরের দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ার খাতরায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।নবান্ন সূত্রে খবর, সোমবার বিকেলে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। রাতে দুর্গাপুরেই থাকবেন  মমতা। মঙ্গলবার তিনি দুর্গাপুর থেকে হেলিকপ্টারে পুরুলিয়া পৌঁছবেন। পুরুলিয়া জেলায় প্রায় ১ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গিয়েছে। ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার জন্যই ৫০০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া জেলার জন্য ১ হাজার কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবারের সফরে সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে অলচিকি ভাষায় প্যারা টিচার নিয়োগেরও বেশ কিছু বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরেই জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে এদিন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আদিবাসী সংগঠনগুলির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী।

You may also like