Home Politics ১০০ কোটি আর্থিক কেলেঙ্কারির অভিযোগে প্রকাশ রাজকে তলব ইডির

১০০ কোটি আর্থিক কেলেঙ্কারির অভিযোগে প্রকাশ রাজকে তলব ইডির

by Mahanagar Desk
20 views

মহানগর ডেস্ক: বিজেপির বিরুদ্ধে মাঝে মধ্যেই সওয়াল তুলে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন স্বনামধন্য দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। যিনি বেশির ভাগ ছবিতেই খলনায়ক হিসেবে দর্শকদের নজরে আসেন। যাই হোক, বর্তমানে তিনি রাজনৈতিক বিষয়েও নানা চর্চায় থাকেন, এই যেমন চন্দ্রযান ৩- নিয়েও বিরূপ মন্তব্য করে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন প্রকাশ।

এছাড়াও নানা সময়ে মোদীর কটাক্ষ করে খবরের শিরোনাম হন প্রকাশ রাজ। এবার তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠলো। সূত্র বলছে, তিরুচিরাপল্লীর স্বর্নসংস্থা প্রণব জুয়েলার্সের তরফে আম জনতার থেকে সোনায় বিনিয়োগের নাম করে ১০০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। সেই জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন প্রকাশ রাজ। সেই কারণে প্রকাশের বিরুদ্ধেও কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। এই আর্থিক কেলেঙ্কারির জন্যেই ইডি তলব করেছে প্রকাশকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চেন্নাইয়ে ইডির আঞ্চলিক দফতরে ডেকে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে তাঁকে হাজিরা দিতে হবে। জানা গিয়েছে, বেআইনি পঞ্জি স্কিম চালাচ্ছে এই অভিযুক্ত সংস্থা, এই অভিযোগের ভিত্তিতেই ইডি সোমবার প্রণব জুয়েলার্সের একাধিক ডেরায় হানা চালায়। আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে তদন্তে নেমেছে ইডি।

বুধবার বিবৃতি জারি করেে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, ‘তদন্তে উঠে এসেছে প্রণব জুয়েলার্স এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিরা। যাঁরা আম জনতার হকের টাকা মেরে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে পাবলিকের থেকে ১০০ কোটি টাকা তুলেছে। এই সংস্থায় তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকেরা এখনও পর্যন্ত প্রায় ২৪ লক্ষ টাকা এবং প্রায় ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছেন। প্রকাশকে সাম্প্রতিক সময়ে একাধিক বার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে। এবার মোদী বিরোধী অভিনেতা পড়লেন ইডির নজরে।

 

 

 

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved