Home Education বদলে যাচ্ছে NET পরীক্ষার সিলেবাস, বড় ঘোষণা UGC- র তরফে

বদলে যাচ্ছে NET পরীক্ষার সিলেবাস, বড় ঘোষণা UGC- র তরফে

by Ritika Chakraborty
21 views

মহানগর ডেস্ক: শেষবার নেট পরীক্ষার সিলেবাস বদলানো হয়েছিল ২০১৭ সালে। নেট (NET) পরীক্ষা তারপর থেকে ওই সিলেবাসেই দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর। এবার ইউজিসি (UGC) সেই পরীক্ষায় বদল আনবে।ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয় হিউম‌্যানিটিজ ও সায়েন্সের কয়েকটি বিষয়ে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষাটির দায়িত্বে রয়েছে।এই পরীক্ষা নেওয়া হয় কিছু বিদেশি ভাষাতেও। উত্তীর্ণরা আবেদন করতে পারেন সহকারী অধ্যাপক ও জেআরএফ-এর জন্য।

কাউন্সিলের চেয়ারম্যান এম জগদীশ কুমার সম্প্রতি জানান, ২০১৭ সালের পর আর সিলেবাস বদল হয়নি নেট পরীক্ষার। ইতিমধ্যে ২০২০ সালে জাতীয় শিক্ষা নীতি চালু হয়েছে। সেই মতো এবার নেট পরীক্ষার সিলেবাস বদলের ঘোষণাও করল ইউজিসি। জগদীশ কুমারের কথায়, এর জন্য অবশ্য যথেষ্ট সময় দেওয়া হবে পড়ুয়াদের। এই বদলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অনেকটাই সময় পাবে তারা। একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হবে এই সিলেবাস বদলের জন্য।

এই সংক্রান্ত বৈঠক হয় চলতি মাসের গোড়ার দিকেই। তার পরই এই ঘোষণা। প্রসঙ্গত আগামী মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ডিসেম্বরের নেট পরীক্ষা। আপাতত ব্যস্ত পড়ুয়ারা তার প্রস্তুতিতেই। উল্লেখ্য,যে সব বিষয়গুলি যোগ হয়েছে, সেগুলি মূলত ব্যবহারিক। যেমন ফিজিক্সে যোগ হয়েছে ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ ইত্যাদির মতো চ্যাপ্টার যেগুলি এতদিন ফিজিক্স প্র্যাকটিক্যালে ছিল। সেগুলিকেই এবার থিয়োরিটিক্যাল সিলেবাসে ঢোকানো হলো।

একই ছবি কেমিস্ট্রিতেও। এই বিষয়ে যোগ করা হয়েছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের অন্তর্গত টাইট্রেশন, সল্ট অ্যানালিসিস ইত্যাদি।বায়োলজিতে নতুন কিছু যোগ হয়নি। বরং সবচেয়ে বেশি চ্যাপ্টার বাদ গিয়েছে বায়োলজি থেকেই। এনএমসি কর্তাদের যুক্তি, ডাক্তারি পড়তে গেলে যে চ্যাপ্টারগুলি না পড়লেও বিরাট সমস্যা হবে না, বেছে বেছে সেগুলিকেই বাদ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,চলতি বছরের ডিসেম্বরে UGC NET পরীক্ষা হবে। এই পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শুরু হয়েছিল। আবেদন করার জন্য প্রার্থীদের ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved