Home Politics ‘আমি পরবো সাদা…” এবার কবির ভূমিকায় শুভেন্দু, লিখলেন কবিতা

‘আমি পরবো সাদা…” এবার কবির ভূমিকায় শুভেন্দু, লিখলেন কবিতা

by Shreya Maji
19 views

মহানগর ডেস্ক: কেবল রাজনীতি নয় এবার কবিতা লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার শুভেন্দু অধিকারী এক্তি কবিতা লিখে তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।  যে কবিতার লাইনে লাইনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনা নিয়ে শাসক দলকে খোঁচা। বুধে অমিত শাহ ধর্মতলায় শুভেন্দুকে পাশে নিয়ে সভার পর থেকেই পারদ চড়ছে প্রতি মুহূর্তে।

কবিতার প্রথমেই শুভেন্দু অধিকারী নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে লিখেছেন, ‘আমি পরবো সাদা, বাকিদের পরাবো কালো; ধরা পড়লে ওরা চোর, আমি কিন্তু রইবো ভালো।” তাঁর পরের লাইনের রাজ্যে শিল্প নিয়ে খোঁচা দিয়ে লিখেছেন, “শিল্পী আমি; রঙের তুলি টানি, লিখি কবিতা গল্প; শিল্প সম্মেলনে MOU স্বাক্ষর করলেও বিনিয়োগ আসেনা স্বল্প !” রাজ্যের দুর্নীতি নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি কাঁথির ছেলে। লিখেছেন, “চোরের মায়ের বড় গলা, ফাঁদি প্রতিহিংসার তত্ত্ব; চুরি দুর্নীতিতে জড়িয়ে গোটা দল, আমি ক্ষমতায় মত্ত।” শেষে তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে এই ইঙ্গিত দিয়ে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। লিখেছেন, “যদি ভাঙে মানুষের ধৈর্যের বাঁধ, গণতন্ত্রের বেত মারবে সপাং; এর তার ঘাড়ে দোষ ঠেলে দিয়ে, পিসি-ভাইপো খুঁজবো পালাবার পথ; এপাং ওপাং।”

জানিয়ে রাখা ভাল, গত সপ্তাহে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “আমাদের ৪টে বিধায়ক জেলে ভরেছে। আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি দলের পক্ষ থেকে ওদের ৮ জনকে জেলে ভরব।” এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে রাজনইতিক তরজা। তার পরেই হয়েছে কলকাতাই শাহি সভা। যেখানে দাঁড়িয়ে অমিত শাহ বলেছেন, “দিদি আপনার সময় শেষ হয়ে গিয়েছে।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved