Home Politics ফের সিপিএমের সঙ্গে আঁতাঁতের পথে হাঁটছে কংগ্রেস?

ফের সিপিএমের সঙ্গে আঁতাঁতের পথে হাঁটছে কংগ্রেস?

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: বিজেপিকে হারাতে ফের সিপিএমের দ্বারস্থ কংগ্রেস?

বছর পেরোলেই লোকসভা ভোট। ত্রিপুরায় চব্বিশের লোকসভা ভোটে এবার বিজেপিকে হারাতে সিপিএমের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস। দুটি লোকসভা আসন রয়েছে ত্রিপুরায়। ত্রিপুরায় দুটি আসনের মধ্যে একটি আসন তপশিলিদের জন্য সংরক্ষিত। এ বছরের শুরুতে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট বিজেপি-আইপিএফটি জোটকে হারাতে কংগ্রেসের সঙ্গে জোট করেছিল। যদিও দুটি আসনেই জিতেছিল বিজেপি। কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মণ জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে হারাতে তৈরি হচ্ছে। কংগ্রেস বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেসের থেকে বেশি চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এমনকী দুটি আসন ধনপুর ও বক্সারনগরের উপনির্বাচনে সিপিএম প্রার্থী দিয়েছিল বলে সংবাদমাধ্যমকে জানান সুদীপ রায়বর্মণ। গত বিধানসভা ভোটে ষাটটি আসনের মধ্যে ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস। বামেরা প্রার্থী দিয়েছিল ৪৭টি আসনে। বামেরা জিতেছিল ১৩টি আসনে। উপনির্বাচনে দুটি আসনে তারা বিজেপির কাছে হেরে যায়। কংগ্রেস নেতা বলেন, ত্রিপুরায় লোকসভা ভোটে বিজেপিকে হারাতে কংগ্রেস চায় সিপিএম তাদের সমর্থন করুক। কংগ্রেস সবসময় আত্মত্যাগ করতে পারে না। কংগ্রেস নেতা পরিষ্কার জানান টিপিসিসি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলবে। ত্রিপুরার প্রধান বিরোধী দল তিপ্রা মোথার সঙ্গে কংগ্রেসের সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে কংগ্রেস নেতা জানিয়েছেন কিছুদিন আগে তিপ্রা মোথার আঞ্চলিক প্রধান প্রদ্যোৎ কিশোর মানিক্য তাঁর বাসভবনে এসে তাঁর সঙ্গে কিছু ইস্যু নিয়ে আলোচনা করেছেন। কংগ্রেস নেতা জানান যেসব দল বিজেপিকে হারাতে চায়, তাদের জন্য দরজা খোলা রয়েছে।

.

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved