মহানগর ডেস্ক: ২০০৭ সালে গোরক্ষপুরে হিংসা ছড়ানোর অভিযোগ ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর (Uttarpradesh CM) বিরুদ্ধে। শুক্রবার সেই মামলা থেকে যোগীকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা জানিয়েছেন, এই মামলা আগে চালিয়ে নিয়ে যাওয়ার কোনও অর্থ নেই। যা আগেই ২০১৮ সালে জানিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।
বিচারপতি এনভি রামানা বলেছেন, ২০০৭ সালে হিংসা ছড়ানোর মামলা দায়ের করা যাবে না যোগীর বিরুদ্ধে। কারণ এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার কোনও মানেই হয় না। সেই কারণে তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত রকমের মামলা খারিজ করে দেওয়া হল। প্রসঙ্গত, ওই সময় গোরক্ষপুরের তৎকালীন বিধায়ক যোগীর বিরুদ্ধে একটি সভায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি। সেই সময়ই সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, এই ঘটনার তদন্ত করতে গেলে প্রভাব খাটানোর অভিযোগ উঠতে পারে। তাই সেক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত নাও হতে পারে।
উল্লেখ্য, ২০১৮-তে এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয়, যোগীর মামলা নিয়ে আর এগোনো ঠিক হবে না। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরভেজ নামের এক ব্যক্তি। তিনি আবেদন জানিয়ে বলেন, সরকার চাইলেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে। কিন্তু হাইকোর্টের রায়ে তেমন কিছু উল্লেখ নেই। এদিকে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী জানিয়ে দেন, যোগী আদিত্যনাথের যে বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল তার প্রমাণ পাওয়া যায়নি। সেক্ষেত্রে গোটা মামলা অর্থহীন। অর্থাৎ অবশেষে ২০০৭-এর গোরক্ষপুরের মামলায় স্বস্তি পেলেন যোগী।