Home Politics “জানি না সাধু কখন মুখ্যমন্ত্রী হবেন”, যোগীকে কটাক্ষ বিজেপি নেতা বরুণ গান্ধীর 

“জানি না সাধু কখন মুখ্যমন্ত্রী হবেন”, যোগীকে কটাক্ষ বিজেপি নেতা বরুণ গান্ধীর 

by Mahanagar Desk
7 views

মহানগর ডেস্ক: বিজেপি নেতা হলেও সর্বদা নিজের দলকে খোঁচা দিতে ব্যস্ত বরুন গান্ধী। বিজেপির বহু নেতাই তাঁর কাছে প্রায়সই কটাক্ষের শিকার হন। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করলেন পরোক্ষ ভাবে। একটি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে এক “সাধু” কে বিরক্ত না করার নিদান দিলেন বরুন গান্ধী। তাঁর মতে, কোন দিন ওই সাধুই না মুখ্যমন্ত্রী হয়ে যান, সেটা বলা যায় না। এই খোঁচা নিয়েই চলছে রাজনইতিক মহলের অন্দরে চর্চা।

  সোমবার বরুন গান্ধী  তাঁর নির্বাচনী এলাকা পিলিভীতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় সেখানে উপস্থিত এক সাধুর ফোন বেজে ওঠে। সাধুকে তা বন্ধ করতে বলেন উপস্থিত অন্যান্য বিজেপি কর্মীরা। সেই সময় বিজেপি সাংসদ বরুন গান্ধী দলীয় কর্মীদের বাধা দেন, যাতে ওই সাধুকে তাঁরা বিরক্ত না করে। এর পরেই বিতর্কিত মন্তব্য করে বসেন বরুন গান্ধী। রসিকতা করে বলেন, “দয়া করে অনেক থামাবেন না, কখন যে ‘মহারাজ জি’ মুখ্যমন্ত্রী হবেন জানেন না। তাহলে আমাদের কী হবে?” এভাবেই রসিকতা করে হলেও যোগী আদিত্যনাথকেই যে তিনি বিঁধলেন , সেটা বুঝতে বাকি নেই কারও।

প্রসঙ্গত, ইন্দিরা গান্ধীর নাতি বরুণের সঙ্গে ইদানিং দূরত্ব তৈরি হয়েছে বিজেপি। মাঝে মাঝেই তিনি ‘বেসুরো’ হয়ে মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন। কৃষক ইস্যুতে তিনি মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। এবারেও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি ওই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেই যে কটাক্ষ করেছেন বরুন, সেটা বুঝিয়ে দিয়েছেন নেটিজেনরা। আদিত্যনাথয গোরক্ষপীঠের গোরক্ষপীঠধীশ্বরও। আবার সবসময় সাধুর পোশাকে থাকেন তিনি।

You may also like