Home Bengal শুভেন্দুদের বিরুদ্ধে উঠল জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ

শুভেন্দুদের বিরুদ্ধে উঠল জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ

by Mahanagar Desk
17 views

মহানগর ডেস্ক: বিজেপির বিরুদ্ধে বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে বিধানসভায় পুলিশ ডাকেন। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই কথা স্পষ্ট নয় যে,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিংবা কোনও বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হয়েছে কি না।

বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে বুধবার বিকেলে।তৃণমূলের ধরনা কর্মসূচি চলছিল বি আর আম্বেদকরের মূর্তির নিচে।খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত ছিলেন । এদিকে শুভেন্দু-সহ বিজেপির অন্য বিধায়করা অমিত শাহের সভা শেষ হতেই হাজির হন বিধানসভায়। তৃণমূলের ধরনার অদূরে গাড়ি বারান্দার নিচে পালটা ধরনা শুরু করেন তাঁরা। ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন। এদিকে মুখ্যমন্ত্রী তৃণমূলের কর্মসূচির ধরনার শেষে গাইতে বলেন জাতীয় সঙ্গীত।অপরদিকে,বিজেপি স্লোগান দিতে থাকে জাতীয় সঙ্গীত চলাকালীন। এরপরই বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলেছে তৃণমূল।

তাপস রায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শোভনদেব চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে স্পিকারের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। তাপস রায়ের তরফে অভিযোগ উঠেছে, “আমাদের কর্মসূচির শেষ পর্বে জাতীয় সঙ্গীতের সময় বিজেপি তা অবমাননা করে।” সূত্রের খবর, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে ডিসি সেন্ট্রালকে বিধানসভায় ডেকে পাঠান স্পিকার। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা এখনও জানা যায়নি। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিষয়টিকে আমল দিতে নারাজ। বলছেন. “ওদের যা ইচ্ছে করুক। এর আগেও ওরা আমাদের নামে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved