Home Bengal প্রচারে বিপত্তি! বরাত জোড়ে বেঁচে ফিরলেন বিজেপি প্রার্থী

প্রচারে বিপত্তি! বরাত জোড়ে বেঁচে ফিরলেন বিজেপি প্রার্থী

পথসভার মঞ্চটি হঠাৎই ধসে যাওয়ায় ঘটে বিপত্তি।

by Pallabi Sanyal
63 views

মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের ৭ দফার মধ্য ২ দফার ভোটগ্রহণ অতিক্রান্ত। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহকে সঙ্গে করেই সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী কর্মসূচি পালন করে চলেছেন প্রার্থীরা। হামলা, পাল্টা হামলা, আক্রমণ, পাল্টা আক্রমণও অব্যাহত। শাসক-বিরোধী, কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ। প্রচারে বেরিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি।

প্রসঙ্গত,গোবরডাঙা পিকোলা মোড় এলাকায় সন্ধ্যার রববাসরীয় প্রচারে আয়োজন করা হয় এক পথসভার। সেই পথসভার মঞ্চটি হঠাৎই ধসে যাওয়ায় ঘটে বিপত্তি।জানা গিয়েছে, বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে গোবরডাঙা এলাকায় এদিন একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে স্টেজে বক্তব্য রাখার জন্য উঠেছিলেন শান্তনু ঠাকুর। সেই সময় মঞ্চে ছিলেন বিধায়ক সুব্রত ঠাকুর ও বিধায়ক অশোক কীর্তনিয়াও। সেই সময় আচমকাই ঘটে যায় এই বিপত্তি। সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থীকে ধরে নেন অন্যান্যরা। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তবে এই ঘটনার পরে অস্থায়ী মঞ্চের গঠনগত গুণমান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

তবে, এহেন দুর্ঘটনা প্রথমবার নয়, বিগত দিনে এমনই ঘটনার সাক্ষী ছিলেন ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব।টনার দিন ঘাটালের ঝাউতলায় পথসভা করে মঞ্চে ওঠেন দেব। আর দেব মঞ্চে উঠতেই তাঁকে ছেঁকে ধরেন সাধারণ মানুষ। এমনকী মঞ্চেও উঠে আসেন অনেকে। আর সেই সময়ই আচমকা বসে যায় মঞ্চের একাংশ। সঙ্গে সঙ্গে দেবকে ধরে ফেলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। ফলে বড় কোন বিপদ ঘটেনি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved