Home Bengal খুঁজে পাওয়া গেল অভিষেকের প্রতিপক্ষ! ২০১৪-র প্রার্থী অভিজিতেই ভরসা বিজেপির

খুঁজে পাওয়া গেল অভিষেকের প্রতিপক্ষ! ২০১৪-র প্রার্থী অভিজিতেই ভরসা বিজেপির

২০১৪ সালের নির্বাচনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিজেপির অভিজিৎ দাস।

by Pallabi Sanyal
52 views

মহানগর ডেস্ক : কয়েক দফায় লোকসভা নির্বাচনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি। বাংলায় ৪২টি আসনের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্র। বামেরা এই আসনে প্রার্থী দিলেও বিজেপির প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে এতদিন চলেছে জলঘোলা। অবশেষে মঙ্গলবার জল্পনার অবসান ঘটিয়ে অভিষেকের প্রতিপক্ষের নাম ঘোষণা করল বিজেপি। প্রার্থী করা হল দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাসকে।

ডায়মণ্ড হারবারে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে বহু টিপ্পনী কেটেছল তৃণমূল। তবে, বিজেপি যেহেতু সর্বভারতীয় দল,সব রাজ্যের প্রার্থী তালিকা একসঙ্গে প্রকাশ হয় বলে দাবি করেছিলেন সুকান্ত মজুমদার। অভিষেকের বিরুদ্ধে স্থানীয় নেতৃত্বের ওপরই ভরসা রাখল বিজেপি।অভিজিৎ দাস ওরফে ববি রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন এর আগে। এই মুহূর্তে বিজেপির নির্বাচন সংক্রান্ত যে ম্যানেজমেন্ট টিম, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি। এই আবহে গেরুয়া শিবিরের দাবি, ডায়মন্ড হারবারকে হাতের তালুর মত চেনেন অভিজিৎ। ফলে ডায়মণ্ড হারবারে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের নির্বাচনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিজেপির অভিজিৎ দাস।৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন অভিষেক। আর অভিজিৎ সেবারে পেয়েছিলেন মাত্র ২ লক্ষের কিছু বেশি ভোট। এরপর ২০১৯ সালে তাঁকে দল টিকিট দেয়নি। তবে তিনি দলের একনিষ্ঠ কর্মী হিসেবে থেকেছেন। পুনঃরায় অভিজিতেই ভরসা রাখল বিজেপি। এবারে কি জিততে পারবেন? উত্তরের অপেক্ষায়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved