Home Bengal বালুঘাট না বালুরঘাট? বিজেপির ভুল ধরিয় দিলেন বাবুল

বালুঘাট না বালুরঘাট? বিজেপির ভুল ধরিয় দিলেন বাবুল

এবার বড় ভুল হয়ে গেল বিজেপির।

by Pallabi Sanyal
68 views

মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলতে এবার বালুরঘাটে ও রায়গঞ্জে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর আগেও উত্তরবঙ্গে সভা করেছেন মোদী। ভোট মরশুমে ডেইলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গিয়েছে বলে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তবে, এবার বড় ভুল হয়ে গেল বিজেপির। সোশ্যাল মিডিয়ায় মোদীর আগমনের খবর দিয়ে যে পোস্টার পোস্ট করেছে বিজেপি তাতে জায়গার নাম লেখা বালুঘাট। আর সেই পোস্টারকে হাতিয়ার করে সুর চড়িয়েছেন গেরুয়া শিবিরের প্রাক্তন সদস্য তথা রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়।

এক্সে বাবুল লিখেছেন, ”আমি ভুল বানান উপেক্ষা করছি। বিজেপি বালুরঘাটকে বালুঘাট লিখেছে, টাইপিং মিস্টেক হিসেবে গ্রহণ করুন। আমার প্রাক্তন বস নরেন্দ্র মোদী আসছেন। ঠিকাছে। ভালো। কিন্তু আমি ৪ দিন কাটানোর পর গতকালই রায়গঞ্জ ও বালুরঘাট থেকে ফিরেছি। অনুগ্রহ করে তাঁকে বলুন যে গত ৫ বছরে সেখানে তাঁর সাংসদদের পারফরম্যান্স করুণ। বালুরঘাট ও রায়গঞ্জে বিজেপি হারবে। বালুরঘাট ও রায়গঞ্জের সাংসদ ছিলেন যথাক্রমে সুকান্ত মজুমদার ও দেবশ্রী চৌধুরী। সুকান্ত বিজেপির রাজ্য সভাপতি। দেবশ্রী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ভুলে গেলে চলবে না। তারা ইতিবাচক ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন জনমানসে।”

প্রসঙ্গত, দেওয়াল লিখন থেকে পোস্টার – ব্যানার, অনেক সময় ভুল বানান, বেফাঁ মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। বানান ভুল হলে শিক্ষাগত মান নিয়ে একটা প্রশ্ন রয়েই যায়। সেক্ষেত্রে যারা পোস্টার ব্য়ানার তৈরি থেকে দেওয়াল লিখনের দায়িত্বে রয়েছে তাদের আরো সতর্ক থাকা উচিত বলেই মত অভিজ্ঞদের।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved