Home Bengal সরকারি বোর্ড লাগানো গাড়ি ব্যবহার করে তোলাবাজি! শোরগোল উত্তরবঙ্গে

সরকারি বোর্ড লাগানো গাড়ি ব্যবহার করে তোলাবাজি! শোরগোল উত্তরবঙ্গে

অভিযোগ, কোনো গাড়ি থেকে ১০,০০০ তো কোনো গাড়ি থেকে আবার তারও বেশি টাকা আদায় করা হচ্ছে।

by Pallabi Sanyal
84 views

মহানগর ডেস্ক : আরটিএ মেম্বারের বোর্ড লাগানো গাড়িতে চেপে তোলাবাজি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মালদার গাজোলে। লরি দাঁড় করিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে।পুলিশ পেট্রোলিং-এর সময় বিষয়টি নজরে আসতেই গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে। ঘটনায় তোলাবাজির চেষ্টার অভিযোগের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

অভিযোগ, কোনো গাড়ি থেকে ১০,০০০ তো কোনো গাড়ি থেকে আবার তারও বেশি টাকা আদায় করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বুঝতে পারে আসল ঘটনা।নাস্থল থেকেই আটক করা হয় ওই চারজনকে। তারপর থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় গাড়ির মালিক রূপম সমাজদার, ফালানু হাজরা, কাজল হালদারকে। ধৃত তিন জনের বাড়িই বামনগোলা থানার মহেশপুর এলাকায়। ওই তিনজনের সঙ্গে গ্রেফতার করা হয় ইংরেজবাজারে ঝলঝলিয়া এলাকার বাসিন্দা দেবব্রত চৌধুরীকেও।

উল্লেখ্য, সম্প্রতি শিলিগুড়িতেও ঘটে এমন ঘটনা।সরকারি আধিকারিক পরিচয় দিয়ে শিলিগুড়িতে তোলাবাজির অভিযোগ ওঠে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৩ জনকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved