Home Bengal এবার মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নিল পূর্বরেল! খরচ মাত্র ৫০ টাকা। চোখ বুলিয়ে নিন!

এবার মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নিল পূর্বরেল! খরচ মাত্র ৫০ টাকা। চোখ বুলিয়ে নিন!

by Sushama
59 views

মহানগর ডেস্কঃ  নতুন বছরে রেলের সুখবর। পশ্চিমবঙ্গ বাসিন্দাদের জন্য চিন্তা দূর হয়ে গেল। নেই থাকা, খাওয়ার ভাবনা। হাওড়া স্টেশনে মাত্র ৫০ টাকা দিলেই মিলবে একাধিক সুবিধা।

ভারতীয় রেল ও তার পরিষেবা সর্বদায় থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক কথায় দেশের লাইফলাইন ভারতীয় রেল । সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আমূল পরিবর্তন হচ্ছে রেল স্টেশনগুলোর। জানেন কি সেই সুখবর ?

হাওড়া রেল স্টেশন! কী না নেই এখানে! দেশের অন্যতম ব্যস্ত স্টেশনের মধ্যে পড়ে হাওড়া। প্রত্যেকদিন কয়েক লক্ষ মানুষ এই স্টেশনে উপর দিয়ে যাতায়াত করেন। খাওয়াদাওয়া থেকে থাকার ব্যবস্থা সবকিছুই পাবেন এখানে। এই স্টেশনে মাত্র কিছু টাকা দিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে পারেন। রয়েছে এসি, নন এসি পরিসেবাও। যত সময় যাচ্ছে এই হাওড়া স্টেশনকেও হাই-টেক করে দেওয়া হচ্ছে সরকারের তরফে। তবে এবার যাত্রীদের সুবিধার্থে এই স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে ।

বিশেষ করে এবার মহিলা যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। জানা গিয়েছে, এবার রেলের তরফে ডরমেটরি খোলা হয়েছে কেবলমাত্র মহিলাদের জন্য। যেখানে পাঁচটি বেডের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্য আরও একটি ডরমেটরি খোলা হয়েছে এবং সেখানে আটটি বেডের ব্যবস্থা করা হয়েছে। হাওড়া রেল স্টেশনের নিউ কমপ্লেক্সে এই ১৩টি রুমের ব্যবস্থা করার পাশাপাশি আরও বহু ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে বলে জানা যাচ্ছে। ফুড কোর্ট এবং স্নানাগার সব কিছুই রয়েছে সেখানে। হাওড়া রেল স্টেশনে গঙ্গার ধারেই একটি রেস্তোরাঁ তৈরি করা হয়েছে। এখানে একসঙ্গে ৪২ জন বসতে পারবেন।

আপনিও যদি এসব কিছুর আনন্দ নিতে চান, তাহলে শীঘ্রই আপনার সেই ইচ্ছে পূরণ হবে ঐতিহ্যবাহী হাওড়া স্টেশনে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved