Home Bengal প্রবল বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল থেকে বদল আসবে আবহাওয়াতে 

প্রবল বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল থেকে বদল আসবে আবহাওয়াতে 

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: রাজ্যের উভয় বঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টিপাত।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সব জেলায়।পাশাপাশি ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। তবে পরশু থেকে বৃষ্টি কমতে শুরু করবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই জায়গাতেই।এক্ষেত্রে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ ও আগামীকাল।

আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, দার্জিলিং কোচবিহার ও কালিম্পংয়ে আজ থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তারমধ্যেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কোনও কোনও অঞ্চলে আজ অতিভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে, আজ কলকাতার কিছু জায়গায় হতে পারে, দু-এক পশলা বৃষ্টি।তবে সোমবার থেকে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও আকাশ থাকবে আংশিক মেঘলা। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আরও পড়ুন: No Smart Phone For Children: আয়ারল্যান্ডের এই শহরে পড়ুয়াদের জন্য নিষিদ্ধ স্মার্ট ফোন!

এক সাংবাদিক বৈঠকে আবহাওয়াবিদ জানান, “এই মুহূর্তে আমাদের অঞ্চলে মৌসুমী অক্ষরেখা রয়েছে, যার অবস্থান হচ্ছে মোজাফফরপুর থেকে পূর্নিয়া বাঁকুড়া হয়ে উত্তর পূর্ব বঙ্গপোসাগর পর্যন্ত। এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর একটি অক্ষরেখা উত্তর বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। এই তিনটে সিস্টেম রয়েছে, যার ফলে তার ফলে আজ প্রধানত বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে।”

আবহাওয়া সূত্রে খবর, সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধিও পেতে পারে দক্ষিণবঙ্গে।এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ২৫ শতাংশ। তার মধ্যে কলকাতাতে ঘাটতি রয়েছে ৩৩ শতাংশ। অন্যদিকে এই মুহূর্তে উত্তরবঙ্গে ১২ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী মৎস্যজীবীদের জন্য নেই কোনও সতর্কবার্তা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved