মহানগর ডেস্ক : জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতীয় নৌবাহিনী। মকুটে জুড়লো নয়া পালক। সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহকে কব্জা করে রাখার ঘটনায় ফেঁসেছিলেন প্রায় ১৭ জন নাবিক। খবর কানে পৌঁছতেই উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় নৌবাহিনী। ৪০ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশনের পর আটক করা হয়েছে ওই ৩৫ জলদস্যুকেই। জানা গিয়েছে,ভারতীয় তটের থেকে প্রায় ১৪০০ মাইল দূরে আরব সাগরে মাঝ সুমদ্রে বাংলাদেশি মালবাহী জাহাজিকে কব্জা করে নিয়েছিল সোমালিয়ার জলদস্যুরা। ভারতীয় নৌবাহিনীর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সুপরিকল্পিতভাবে এই অপারেশনটি চালানো হয়।জানা গিয়েছে, এই অভিযানে গোলাগুলিও চলেছে।
নৌসেনার মুখপাত্র কমান্ডার বিবেক মধওয়াল বলেন, ‘গত ৪০ ঘণ্টায় নৌবাহিনীর কলকাতা যুদ্ধ জাহাজ ৩৫ জলদস্যুদের দ্বারা কব্জা করে রাখা কর্মাশিয়াল মালবাহী জাহাজটি ঘিরে ফেলা হয়। আমরা সফল হয়েছি এই অপারেশনে। ওরা সকলেই আত্মসমর্পণ করেছে। পাশাপাশি আমাদের মার্কোস কমান্ডোরা জাহাজ থেকে ১৭ জন নাবিককেও উদ্ধার করেছে। কারও কোনও চোট-আঘাত লাগেনি। সকলেই নিরাপদে রয়েছেন।’
প্রসঙ্গত, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি জাহাজিকে উদ্ধার করতে আরব সাগরে ভারতীয় নৌসেনা পি-৮১ সমুদ্র বিমান নামায়। ফ্রন্টলাইন যুদ্ধ জাহাজ আইএনএস কলকাতা এবংআইএনএস সুভদ্রা। এয়ারক্র্যাফ্ট থেকে গোটা অপারেশনের উপর নজর রাখা হচ্ছিল। অপারেশন চলাকালীন সি-১৭ বিমান থেকে মার্কোস কমান্ডোদের বাংলাদেশি ওই জাহাজে নামানো হয়। এরপরই রুদ্ধশ্বাস অপারেশন শেষে আত্মসমর্পণ করে ৩৫ সোমালিয়ান জলদস্যু।