Home Crime OTP ছাড়াই নিমেষে ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আপনিও পড়তে পারেন বিপদে

OTP ছাড়াই নিমেষে ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আপনিও পড়তে পারেন বিপদে

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্কঃ অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে পৃথিবী। এই প্রযুক্তির উন্নতিতে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় জিনিস। এতে পরিশ্রম এবং সময় বাঁচার পাশাপাশি কমছে সাধারণ মানুষের দুশ্চিন্তাও। কিন্তু কথাতেই আছে যত ভালো ততই মন্দ। ঠিক সেরকমই প্রযুক্তির যেমন ভালো দিক আছে তেমনি এর বিপদও কম নয়।

প্রযুক্তি ব্যবহারে আপনার সামান্য ভুলচুক হলেই চোকাতে হচ্ছে মোটা দাম। এখন তো আবার অত্যাধুনিক প্রযুক্তির দৌলতে OTP ছাড়াই নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট!জালিয়াতরা নিত্যনতুন পদ্ধতি বার করে মানুষকে প্রতারিত করছে, এই বিষয়টা আমরা সকলেই জানি। জালিয়াতদের কাজ‌ও সেটা। আবার জালিয়াতি ঠেকাতে নানান প্রযুক্তির বাধা নিষেধ তৈরি হচ্ছে এটাও ঘটনা। কিন্তু এক্ষেত্রে যেন জালিয়াতরা কয়েক ধাপ এগিয়ে আছে।

আসুন জেনে নেওয়া যাক কিভাবে OTP ছাড়াই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট:

এক্ষেত্রে আপনি হয়তো কোন‌ও একটি অনলাইন সংস্থা থেকে কিছু কেনার জন্য অর্ডার দিয়েছেন। যথারীতি ডেলিভারির কারণে সেখানে বাড়ির সম্পূর্ণ ঠিকানা দিতে হয়েছে। আপনাকে হঠাৎ ডেলিভারির আগের দিন বা কিছু ঘণ্টা আগে সংশ্লিষ্ট গ্রাহকের কাছে একটি কল এল সংশ্লিষ্ট অনলাইন সংস্থার নাম করে। হয়তো বলল, ডেলিভারি অ্যাড্রেসটা ভেরিফাই করে নেওয়ার জন্য কল করেছে।

এরপর ওই গ্রাহকের মোবাইলে সঙ্গে সঙ্গে একটি এসএমএস ঢুকেছে বলা হচ্ছে। ওই এসএমএসে পাঠানো লিঙ্কে ক্লিক করে অ্যাড্রেস ভেরিফাই করতে বলা হলো। এতে কিছু কিছু গ্রাহক বিভ্রান্ত হয়ে লিঙ্কে ক্লিক করে ফেলছেন। মুহূর্তের মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশনের বদলে একটি পেমেন্ট পপ-আপ খুলে যাচ্ছে। আর চোখের নিমেষেই এরপর ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনাকে ওটিপি দিতেও হচ্ছে না।

শুধু এখানেই শেষ নয়, আজকাল বিভিন্ন অচেনা নাম্বার থেকে অনেক লিংক আসতেও দেখা যায়। আর আপনি যদি ভুল করে হলেও তাতে ক্লিক করে বসেন তাহলেই ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই পরিস্থিতি থেকে বাঁচতে গেলে সতর্ক থাকতে হবে সাধারণ আমজনতাকে। অচেনা কোনো নাম্বার থেকে আসা ওটিপি বা লিঙ্ক বা এসএমএসে সাড়া দেবেন না। নিজে সতর্ক থাকুন এবং অপরকে সতর্ক রাখুন। তাহলেই বাঁচতে পারবেন এই জালিয়াতির মুখ থেকে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved