পাটনা: সাত সকালে ঘটেছে ভয়ঙ্কর ঘটনা। এক সাংবাদিককে তাঁর বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ সকালে বিহারের আরারিয়া জেলায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সাংবাদিকের বাড়িতে ঢুকে গুলি চালায়। নিহত সাংবাদিককে বিমল যাদবক নামে চিহ্নিত করা হয়েছে। আততায়ীরা সাংবাদিকের বুকে গুলি চালিয়েছে। ৪ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি যারা রানিগঞ্জে বিমল যাদবের পৌঁছেছিল। ঘটনাস্থলেই সাংবাদিকের মৃত্যু হয়। ঠিক কি কারণে খুন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
ঘটনার পর পি জায়গায় ব্যাপক তোলপাড় শুরু হয়। পুলিশ সুপার ও এলাকার সংসদ সদস্যসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আততায়ীদের পরিচয় জানা যায়নি। কি কারণে এই খুন পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখবে বলেই জানানো হয়েছে।