Home Politics যাদবপুর কাণ্ডে সাঁড়াশি চাপে বাম ছাত্রসংগঠন, FIR দায়ের শুভেন্দুর

যাদবপুর কাণ্ডে সাঁড়াশি চাপে বাম ছাত্রসংগঠন, FIR দায়ের শুভেন্দুর

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন রেভোলিউশনারি স্টুডেন্টস ফেডারেশনের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। আক্রান্ত হন বেশ কিছু ছাত্র। যাদবপুর এইট–বি বাসস্ট্যান্ডের কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তৃতা দেন। তিনিসেই কালো পতাকা দেখায় বাম ছাত্র সংগঠন। এমনকি নানান ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি শুভেন্দুকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই আজ থানায় গিয়ে এফআইআর করলেন শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই থানায় এফআইআর করার নথি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরোধী দলনেতা। প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় এমনিতেই চাপে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রসংগঠন। তার উপরে আবার শুভেন্দু অধিকারীর এফআইআর করাতে চাপ যেন আরো বাড়ল। ইতিমধ্যেই বাম ছাত্র সংগঠনের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে এখনো পর্যন্ত নয় জন পুলিশের হাতে।

আরও পড়ুন: ভয়ঙ্কর, বাড়িতে ঢুকে সাংবাদিককে গুলি করে খুন করল আততায়ীরা

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে যেতেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বাম ছাত্র সংগঠন স্লোগান তুলে বলে, “শুভেন্দু এখানে কেন এসেছেন, আয় বুঝিয়ে দেব”। তারপরেই বিজেপি এবং বামেদের ছাত্র সংগঠনের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এমনকি কালো পতাকা দেখানো হয় শুভেন্দু অধিকারীকে। অতি–বাম তথা বিপ্লবী ছাত্র ফ্রন্টের সদস্য তথাগত রায়চৌধুরী বলেন, “এভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপি এবং তৃণমূল অশান্তিতে উসকানি দিচ্ছে। যতবার এভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ খর্ব করার চেষ্টা করা হবে, ততবার আমরা এভাবে প্রতিরোধ করব। দেখিয়েছি কালো পতাকা। সেটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে”।

আজ শুক্রবার দু পাতা লিখে শুভেন্দু অধিকারী এফ আই আর দায়ের করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করে তিনি লেখেন, “গতকাল আমি যাদবপুর গিয়েছিলাম ভারতীয় যুব মোর্চার সভায় যোগ দিতে। তখন আমার উপর আক্রমণ করে কয়েকজন অজ্ঞাতপরিচয়ের আততায়ী। তারা আমার নিরাপত্তা ভেঙে কালো পতাকা এবং স্লোগান দিতে শুরু করে। এই সব অজ্ঞাতপরিচয়ের আততায়ী অতি বাম সংগঠন রেভোলিউশনারি স্টুডেন্টস ফেডারেশনের অন্তর্গত। এই বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা তুলে ধরতেই তাদের কপটতা নেমে আসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী কার্যকলাপ চলে। এই ঘটনার প্রেক্ষিতে আমি এফআইআর করলাম”।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved