মহানগর ডেস্ক: ফের অঘটনে নাম জড়াল রাজস্থানের। শুক্রবার রাজস্থানের দৌসা জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দ্বারা একটি ছয় বছর বয়সী মেয়েকে ধর্ষণ করার ঘটনা প্রকাশ্যে এসেছে। যাতে কিনা গোটা রাজ্যে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।
বর্তমানে ধর্ষণের সংখ্যায় ভারতবর্ষ অনেকটাই এগিয়ে রয়েছে। দিন কয়েক আগেই রাজ্যে নির্বাচনের পালা মিটেছে। নতুন সরকার ক্ষমতায় আসার মধ্যেই ফের ধর্ষণের ঘটনা ঘটল রাজস্থানে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পর মেয়েটির বাবা-মা তার কাপড়ে রক্তের দাগ লক্ষ্য করার টর বিষয়টি প্রকাশ্যে আসে।
পরে তার বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন পুলিশ। অভিযোগের ভিত্তিতে, দৌসার মহিলা থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মেয়েটিকে এখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।