Home Crime থানায় পাসপোর্ট ভেরিফিশন করাতে এসে গুলি ছিটকে গুরুতর জখম মহিলা, উধাও অভিযুক্ত পুলিশ অফিসার

থানায় পাসপোর্ট ভেরিফিশন করাতে এসে গুলি ছিটকে গুরুতর জখম মহিলা, উধাও অভিযুক্ত পুলিশ অফিসার

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: যাকে বলে সাংঘাতিক অঘটন।

সামনেই উমরাহ। সেজন্য সৌদি আরবে যাওয়ার জন্য থানায় পাসপোর্ট ভেরিফিকেশেন করাতে এসেছিলেন ইসরাত নামে ওই মহিলা। আর ঠিক সেসময়ই রিভলবার হাতে নিয়ে ভালোভাবে খুঁটিয়ে পরীক্ষা করছিলেন এক সাব ইনস্পেক্টর। আচমকাই রিভলবার থেকে গুলি ছিটকে এসে লাগে মহিলার মাথায়। চেয়ার থেকে মাটিতে ছিটকে পড়েন তিনি। গুলি লেগে রক্তপাত শুরু হতে থাকে। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর অবস্থা গুরুতর বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে। চমকে ওঠা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। ভিডিওয় গোটা ঘটনা দেখা গিয়েছে। ঘটনাটি ঘটে দুপুর দুটো পঞ্চাশ নাগাদ। গুলি লাগার ঘটনায় থানায় হুলুস্থল ঘটে যায়। ঘটনার পরেই নিখোঁজ ওই পুলিশ অফিসার।

ইশরাতের পরিবারের অভিযোগ পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার টাকার জন্য তাঁকে নানা অছিলায় ঘুরিয়ে যাচ্ছিলেন। পরিবারের দাবি তা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি চলাকালীন ইশরাতকে গুলি চালান ওই অফিসার। জিশান নামে ইশরাতের আত্মীয় জানান ইশরাত পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য থানায় গিয়েছিলেন। তাঁকে টাকার জন্য থানা থেকে ফোন করা হচ্ছিল। তবে কে ইশরাতকে গুলি করেছে,তা তিনি জানেন না। টাকার দাবি করা হয়েছিল কিনা, সেটাও তাঁর জানা নেই। সেসময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি চলছিল বলে জানিয়েছেন জিশান। ভিডিওয় দেখা গিয়েছে ইশরাত নামে ওই মহিলা ডাকের অপেক্ষায় রয়েছেন। সেসময় একজন পুলিশ এসে ওই অফিসারকে রিভলবার হাতে দেয়। অফিসারকে রিভলবারটি পরীক্ষা করতে দেখা যায়। আর ঠিক সেসময়ই রিভলবার থেকে গুলি লাগে ইশরাতের মাথায়। তিনি মেঝেয় জ্ঞান হারিয়ে ছিটকে পড়েন।

এই ঘটনায় আলিগড়ের এসএসপি জানিয়েছেন কর্তব্যে অবহেলার জন্য তৎক্ষণাৎ মনোজ শর্মা নামে ওই অফিসারকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। জখম মহিলাকে চিকিৎসকদের টিম চিকিৎসা করছে। ঘটনার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মহিলার মাথার পেছনে আঘাত লেগেছে। একটি দল গঠন করা হয়েছে। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

.

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved