Home National তেলেঙ্গানায় ভেঙ্গে পড়ল প্রশিক্ষক বিমান, মৃত বায়ুসেনার ২ পাইলট

তেলেঙ্গানায় ভেঙ্গে পড়ল প্রশিক্ষক বিমান, মৃত বায়ুসেনার ২ পাইলট

by Shreya Maji
41 views

মহানগর: ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষক বিমান। তেলেঙ্গানার দুন্ডিগালে এয়ার ফোর্স একাডেমিতে প্রশিক্ষণের সময় তাদের পিলাটাস প্রশিক্ষক বিমান  ভেঙ্গে পরে। তাতেই মৃত্যু হয়েছে দুই ভারতীয় বিমানবাহিনীর (IAF) পাইলটের।

  ।তেলেঙ্গানার মেদক জেলায় একটি প্রশিক্ষক বিমান বিধ্বস্ত হওয়ার পর আজ ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানটি হায়দ্রাবাদের এয়ার ফোর্স একাডেমি (AFA) থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের জন্য  উড়েছিল। তার পরেই দুর্ঘটনা ঘটে বলে বিমান বাহিনী জানিয়েছে। একজন আইএএফ কর্মকর্তারা জানিয়েছেন বিমানটি  ভেঙ্গে পড়ার সময় একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বিমানটির ভিতরে ছিলেন এবং তাদের দুজনেরই মৃত্যু হয়েছে।

ভারতীয় বিমান বাহিনী X-এ জানিয়েছে, “একটি Pilatus PC 7 Mk II বিমান আজ সকালে AFA, হায়দ্রাবাদ থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে৷ এটা গভীর দুঃখের সাথে যে আইএএফ নিশ্চিত করেছে যে বিমানটিতে থাকা উভয় পাইলটই মারাত্মক ভাবে আহত হন।”  Pilatus PC 7 Mk II বিমান একটি একক-ইঞ্জিন বিমান, যার উপর IAF পাইলটরা প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করে। দুর্ঘটনার কারণ জানতে আদালতের তদন্তের নির্দেশ দিয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved