Home National 26/11 Attack: “আমরা কখনই ভুলব না…” মুম্বই হামলায় শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর

26/11 Attack: “আমরা কখনই ভুলব না…” মুম্বই হামলায় শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর

by Shreya Maji
24 views

মহানগর ডেস্ক: আজ সেই কালো দিন ২৬/১১ (26/11 Attack)। ২০০৮ সালে আজকের দিনে মুম্বইয়ে একাধিক জায়গায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। ১৫ বছর কেটে গেলেই চোখ বুজলেই সেই দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় বহু মানুষকে। সেই কালো দিনের কথা স্বরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী  আজ তাঁর মাসিক রেডিও  অনুষ্ঠান ‘মন কি বাত’-এ  ২০০৮ সালের মুম্বাই  হামলায় প্রয়াতদের স্মরণ করেছেন এবং সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের অটল প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রী  রেডিও অনুষ্ঠানে বলেছেন, “আমরা এই দিনটি কখনই ভুলতে পারি না যখন ভারত তার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছিল।” ২০০৮ সালে ২৬ নভেম্বর ভারী অস্ত্রধারী ১০ জন পাকিস্তানি সন্ত্রাসী মুম্বাইতে একের পর এক সমন্বিত হামলা চালায়। আক্রমণগুলিতে সাধারন মানুষ এবং নিরাপত্তা কর্মীদের  লক্ষ্যবস্তু করা হয়েছিল।  ২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে ইসমাইল খান ও আজমল কাসভ সহ লস্কর-ই-তৈবার ১০ জন সদস্যরা প্রথমে মুম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশনে হামলা চালায়। তারপর একে কামা হাসপাতাল, লিওপল্ড ক্যাফে, তাজ হোটেল এবং ওবেরয় রিসর্টের সদর দফতর এবং নরিমান হাউসে হামলা চালানো হয়। টানা ৬০ ঘণ্টা ধরে চলে পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই।

সন্ত্রাসবাদীরা  AK-47 অ্যাসল্ট রাইফেল এবং গ্রেনেড নিয়ে   ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশন, তাজমহল প্যালেস হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট হোটেল এবং নরিমান হাউস ইহুদি সম্প্রদায় কেন্দ্র সহ শহরের বিভিন্ন স্থানে হামলা চালায়((26/11 Attack)। সন্ত্রাসীবাদীরা  আরব সাগর দিয়ে শহরে অনুপ্রবেশ করেছিল। তারা ১৮ জন নিরাপত্তা কর্মী সহ ১৬৬ জনকে হত্যা করেছিল এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছিল।  এই হামলায় কোটি কোটি টাকার   ক্ষতি হয়। পুলিশ ২৭ নভেম্বর ভোরে আজমল কাসভকে জখম অবস্থায় গ্রেফতার করে । ৩০ নভেম্বর জেরায় অপরাধ স্বীকার করে এবং ২০১২ সালের ২১ নভেম্বর তার ফাঁসি হয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved