মহানগর ডেস্ক: নতুন করে ছত্তিশগড়ে মাথাচাড়া দিয়েছে মাওবাদীদের উপদ্রব। বেশকতগুলি নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে। হামলা চালিয়েছে সেনাবাহিনীর উপর। তাতেই শহিদ হয়েছেন কয়েকজন। মাওবাদী বিরোধী অভিযান অব্যহত রয়েছে। এই অভিযানের সময়েই রবিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রায় ৩ জন মাওবাদী নিহত হয়েছে বলেই একজন সিনিয়র অফিসার জানিয়েছেন।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (বস্তার রেঞ্জ) সুন্দররাজ জানিয়েছেন , কাতেকল্যান থানা সীমানার অন্তর্গত ডাব্বাকুন্না গ্রামের কাছে একটি পাহাড়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে যখন নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল বিকেল সাড়ে পাঁচটার দিকে মাওবাদী বিরোধী অভিযানে বেরিয়েছিল। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং বস্তার ফাইটারস-এর সদস্যরা, রাজ্য পুলিশের উভয় ইউনিট, তুমাকপাল পুলিশ ক্যাম্প থেকে দান্তেওয়াড়া-সুকমা আন্তঃজেলা সীমান্ত বরাবর ডাব্বাকুন্নার দিকে অভিযান শুরু করেছিল। অভিযানের সময়েই তুমাকপাল ও ডব্বাকুন্নার মধ্যবর্তী জঙ্গল পাহাড়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গোলাগুলি বন্ধ হওয়ার পরে, ঘটনাস্থল থেকে ‘ইউনিফর্ম’ পরা তিনজন পুরুষ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইজি এই তথ্য জানিয়েছেন।
এনকাউন্টার সাইট থেকে প্রচুর বিস্ফোরক ও অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, অফিসার বলেন, কাছাকাছি এলাকায় একটি অনুসন্ধান অভিযান চলছে।